Header Ads

ধ্রুপদী ভাষার তালিকায় বাংলাকে অন্তর্ভুক্ত করার আর্জি মুখ্যমন্ত্রীকে অধীর চৌধুরীর



কলকাতা : নতুন জাতীয় শিক্ষানীতিতে ধ্রুপদী ভাষার তালিকায় বাংলাকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন অধীরবাবু। ওই বিষয়ে সরব হওয়ার আর্জি জানিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও চিঠি দিলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। তাঁর বক্তব্য, মুখ্যমন্ত্রী নিজেই বাংলায় অনেক বই লিখেছেন। ধ্রুপদী ভাষার তালিকায় বাংলাকে না রাখার প্রতিবাদ তিনি নিশ্চয়ই কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের কাছে জানাবেন বলে অধীরবাবুর আশা। রাজ্যের শিক্ষা ও সংশ্লিষ্ট দফতরগুলির মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কাছে প্রতিবাদ জানাতে সক্রিয় হওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানানো হয়েছে অধীরবাবুর চিঠিতে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.