Header Ads

সন্ধি রাজস্থানে,তবুও অনাস্থা প্রস্তাব আনছে বিজেপি

নয়া ঠাহর ওয়েব ডেস্ক -- ১৩  আগস্ট  
 ছবি, সৌঃ আন্তৰ্জাল
বৃহস্পতিবার বিকেলে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বাড়িতে পাশাপাশি দেখা গেল বিক্ষুব্ধ কংগ্রেস নেতা শচীন পাইলট ও মুখ্যমন্ত্রীকে । এ চিত্রের পর রাজস্থানে বিজেপির ক্ষমতা দখলের সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেল।

তবুও রাজ্যের বিরোধী দল বিজেপি অনাস্থা প্রস্তাব আনতে চলেছে বলে জানিয়েছেন রাজস্থান বিধানসভার বিরোধী দলনেতা  গুলাবচান্দ কঠেরিয়া । বিজেপির রাজস্থানের নেতৃত্বের একাংশের দাবি, যদি  বিক্ষুব্ধ কংগ্রেস বিধায়কদের কয়েকজনও সরকারের বিরুদ্ধে ভোট দেন তবে তা হবে বিজেপির পক্ষে নৈতিক জয় ।


শচীন পাইলট সহ ১৯ জন কংগ্রেস বিধায়ক হরিয়ানার রিসর্টে চলে যাওয়ার পরই রাজ্যপাল কলরাজ মিশ্রের সঙ্গে দেখা করেছিলেন অশোক গেহলট । সে সময় বিধানসভা অধিবেশন ডাকারও অনুরোধ করেছিলেন । রাজ্যপাল অবশ্য পরিষদীয় বিধি মেনে অধিবেশন ডাকার জন্য ২১ দিনের সময়সীমা দিয়েছিলেন ।

টুইটারে অশোক গেহলট লেখেন, গত একমাস ধরে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস গণতন্ত্র বাঁচানোর লড়াই লড়ছে । দলের অন্দরমহলে যাই ঘটুক না কেন, দেশ এবং রাজস্থানের জনতার কথা ভেবে ভুলে যাওয়া এবং মাফ করার মানসিকতা গ্রহণ করতে হবে আমাদের ।

শচীন অনুগামী দুই বিধায়কের  সাসপেনশন প্রত্যাহারের জন্য স্পিকারের কাছে চিঠিও পাঠিয়েছে কংগ্রেস ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.