Header Ads

২০ জন অবসরপ্রাপ্ত সাংবাদিককে রাজ্য সরকারের পেনশন



নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : তথ্য ও জনসংযোগ বিভাগের উদ্যোগে অসমের সাংবাদিকদের জন্য পেনশন প্রকল্প-এর অধীনে ২০২০-২১ বর্ষের জন্য রাজ্যের বিভিন্ন জেলার ২০ জন অবসরপ্রাপ্ত সাংবাদিককে নির্বাচন করা হয়েছে। এই প্রকল্পের অধীনে ৬০ বছর পূর্ণ হওয়া অবসরপ্রাপ্ত সাংবাদিকরা প্রতি মাসে ৮০০০ টাকা করে পেনশন লাভ করবে। ২০২০-২১ বর্ষের নির্বাচিত সাংবাদিকরা হলেন, প্রশান্ত বরুয়া (দরং), তরুণ শইকিয়া (কামরূপ মেট্রো), হোমেশ্বর হীরা (নগাঁও), দেবদাস পুরকায়স্থ (হাইলাকান্দি), দুগ্ধ দত্ত (গোলাঘাট), জাহ্নবী খাউণ্ড (কামরূপ মেট্রো), কুমুদ রঞ্জন দা (কামরূপ মেট্রো), নিরঞ্জন মহন্ত (যোরহাট), বীরেন্দ্র কুমার ভট্টাচার্য (নগাঁও), নলিনী বরঠাকুর (নগাঁও), মানস কুমার মহন্ত (কামরূপ মেট্রো), মদন সিংহাল (কাছাড়), নরেন বরা (বিশ্বনাথ চারালি), অপূর্ববল্লভ গোস্বামী (গোলাঘাট), গকুল কৃষ্ণ শর্মা (তিনসুকিয়া), নরেশ দাস কলিতা (গোয়ালপাড়া), মিহিরাম বরা (যোরহাট), প্রণব আচার্য (কামরূপ মেট্রো), থানেশ্বর নেওগ (কার্বি আংলং) ও বিমান চন্দ্র হাজরিকা (কামরূপ মেট্রো)।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.