Header Ads

আসু ৬ নম্বর প্রতিবেদন প্রকাশ করে দাবি জানালো অসমীয়া, খিলঞ্জীয়া জনগোষ্ঠীর ১০০ শতাংশ সংরক্ষণ লাগবে



অমল গুপ্ত, গুয়াহাটি : আসু আজ সাংবাদিক সন্মেলন ডেকে কেন্দ্রের গঠন করে দেওয়া অসম চুক্তির ৬ নম্বর দফা রুপাযণ করা সম্পৰ্কীয় প্রতিবেদন প্রকাশ করে দিল। এই কমিটির সভাপতি প্রাক্তন বিচারপতি বিপ্লব শর্মা জানান, এই গোপন প্রতিবেদন ব্যাক্তিগতভাবে প্রকাশ করলেও কমিটির বাকি ১১ জন সদস্য তা প্রকাশ করেননি। তিনি বলেন, বর্তমানে করোনা উদ্ভূত পরিস্থিতি চলছে, যাবতীয় কাজ করতে সময় লাগবে, সংবিধানের সংশোধনের দরকার আছে। ২ বছর সময় দেওয়া হয়েছে। আসু-র সভাপতি দীপংক নাথ, সাধারণ সম্পাদক লুরিনজ্যোতি গগৈ, উপদেষ্টা সমুজ্জ্বল ভট্টাচার্য বিজেপি সরকারের কড়া সমালোচনা করে বলেন,  গত ১০ ফেব্রুয়ারি আসু প্রতিবেদনে স্বাক্ষর করে মুখ্যমন্ত্রীর হাতে পেশ করে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৬ নম্বর ধারা অক্ষরে অক্ষরে মেনে নেওয়ার আশ্বাস দিয়ে ছিলেন। আজ ৫ থেকে ৬ মাস হল কিছুই হল না। লুরিনজ্যোতি বলেন, প্রতিবেদনে অসমীয়া খিলোঁজিয়া জনগোষ্ঠীর জন্য ৮০ শতাংশ সংরক্ষণের সুপারিশ করা হয়েছে। কিন্তু আসু ১০০ শতাংশ দাবি করেছে। বিধানসভা, সব পুরসভা, কেন্দ্রীয়, রাজ্য সরকার সব ক্ষেত্রে ১০০ শতাংশ চাকরির সুযোগ সুবিধা দিতে হবে অসমীয়া খিলঞ্জীয়া জনগোষ্ঠীকে। বিধানসভার মত বিধান পরিষদ গঠন করতে হবে। বাংলাদেশ সীমান্ত সিল, বাংলাদেশের সঙ্গে প্রত্যার্পন চুক্তি, চর এলাকা জরিপ প্রভৃতির দাবি জানিয়েছে আসু, ১৯৫১ সালের আগে এবং ১৯৭১ সাল পর্যন্ত ভিত্তি বছর মেনে নেবে। তার পর এক জনকেও এই রাজ্যে থাকার অধিকার দেওয়া হবে না। ১০০ শতাংশ ভূমির অধিকার দিতে হবে, চারটির বেশি ভাষা আসু গ্রহণ করবে না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.