Header Ads

বাঘ, হাতি, ব্রহ্মপুত্র, কামাখ্যা, নীলাচল পাহাড়ের শহর গুয়াহাটিতে রোপওয়ে চালু


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : দেশে সম্ভবত এমন প্রাকৃতিক সৌন্দর্যের রাজধানী নেই যেখানে আমাদের গুয়াহাটির মত মাত্র ১৫ লক্ষ মানুষের শহরে ১৮ টি সবুজ পাহাড়, জঙ্গল, শতাধিক বাঘ, হাতির অবাধ বিচরণ, ব্রহ্মপুত্র নদের মত বিশাল নদ অপর্ব প্রাকৃতিক সম্ভার। প্রায় ৩ হাজার মিটার উপরে তীর্থ চুরামনি কামাখ্যা ধাম। সেই শহরে নতুন পালক সংযোজন হল, ব্রহ্মপুত্র নদের উপর দেশের মধ্যে দীর্ঘতম রোপ ওয়ে। 
কাল কাছারি ঘাট থেকে উমানন্দর উপর দিয়ে আমিনগাঁও পযর্ন্ত দু'কিলোমিটার যাত্রা, সময় লাগবে মাত্র ৮ মিনিট। ভাড়া পড়বে ১০০ টাকা। এই প্রকল্প গড়তে ৫৬ কোটি টাকা খরচ হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা, গুয়াহাটি উন্নয়নমন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্য কাল আনুষ্ঠানিকভাবে উন্মোচন করবেন। প্রসঙ্গত, আজ শহরের সাতগাও অঞ্চলে এক বুনো হাতি দাপিয়ে বেড়ায়। গতকাল মালিগাঁওয়ে এক চিতাবাঘের আক্রমণে একটি শিশু নিহত হয়। কামাখ্যা পাহাড়ে প্রায় ৫০ টি বাঘ আছে। শহরের পাশেই আমাচাং অভয়ারণ্য, তাই খাদ্যের সন্ধানে প্রায় বুনো হাতি বেড়াতে আসে। আবার ফিরেও যায়। কোনো অনিষ্ট করে না। এই রকম শহর গুয়াহাটি আর কোথায় পাওয়া যাবে?

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.