Header Ads

এআইইউডিএফ-কংগ্রেসের সমঝোতায় সিলমোহর পড়ল, আমিনুল বললেন কংগ্রেস তাদের বিগ ব্রাদার


অমল গুপ্ত, গুয়াহাটি : যে তরুণ গগৈ এআইইউডিএফ প্রধানকে 'হু ইজ  বদরুদ্দিন?'  বলে কটাক্ষ করেছিলেন সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের আবাসে গিয়ে এআইইউডিএফের ৫ জনের প্রতিনিধি দল কংগ্রেস দলের সঙ্গে আগামী নির্বাচনী সমঝোতায় সিল মোহর মেরে এলেন। আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বদরুদ্দিন আজমল বাইরে থেকে এসে আনুষ্ঠানিকভাবে বৈঠক করে দুটি দলের মধ্যে নির্বাচনী বোঝাপড়ার সিদ্ধান্ত ঘোষণা করবেন। পাশে অবশ্যই থাকবেন কংগ্রেস সভাপতি রিপুন বরা এবং এই সমঝোতার আর্কিটেক্ট তরুণ গগৈ। আজকে তরুণ গগৈয়ের আবাসে রিপুন বরা, রকিবুল হোসেন, বিরোধী দলপতি দেবব্রত ইইকিয়া। অপরদিকে, এআইইউডিএফ দলের প্রতিনিধি ছিলেন সাংগঠনিক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, হাফিজ বশির আহমেদ, নজরুল হক, মৌলানা আব্দুল কাদির, কারিমুদ্দিন বরভুইয়া। বৈঠক শেষে আমিনুল ইসলাম বাইরে সাংবাদিকদের জানান, কংগ্রেস দল আমাদের বিগ ব্রাদার। তাদের সঙ্গে সমঝোতা হল। তিনি বলেন, বদরুদ্দিন সাহেব মুখ্যমন্ত্রীর পদে বসতে চান না, কিন্তু সাংবিধানিকভাবে মুখ্যমন্ত্রী হতে চাইলে কোনো বাধা নেই। তিনি বলেন, বদরুদ্দিন আজমল বাংলাদেশি, আইএসআই-এর এজেন্ট প্রভৃতি অপবাদ দেওয়া হয়েছে। কংগ্রেস লাগাতার আক্রমণ করে যাচ্ছে। কিন্তু আজমল মুখ্যমন্ত্রী পদের জন্যে লালায়িত নন, সেকথা স্পষ্ট করে দিয়েছেন। এই সমঝোতায় সন্তোষ প্রকাশ করে রিপুন বরা বলেন, আমরা বিগ ব্রাদার, আমরা বসে সিদ্ধান্ত নেবো। এই সমঝোতায় উজানে কংগ্রেস দলের ভরাডুবি ঘটবে। এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, ২০১৬ সালে এআইইউডিএফের সঙ্গে সমঝোতা হয়নি তবে কংগ্রেস ধূলিসাৎ হল কেন? মাত্র চার জন বিধায়ক পেলাম। সমঝোতা না হওয়ায় ভোট বিভাজন ঘটেছে। এবার কংগ্রেস অনেক বেশী সিট পাবে। বিরোধী দলপতি দেবব্রত শইকিয়া বলেন, তাকে চারজনের কোর কমিটির  বৈঠক হবে বলে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু গিয়ে দেখলাম এআইইউডিএফের প্রতিনিধিরা বৈঠকে এসেছেন। তাতে আমি অবাক হয়ে গেছি। তবে বিজেপি বিরোধী জোট তিনিও চান। আজ এই সমঝোতায় সিলমোহর পড়ার পর হিমন্তবিশ্ব শর্মা এবং পীযুষ হাজরিকা  ক্রমাগতভাবে তরুণ গগৈকে আর আজমলকে আক্রমণ করে যাচ্ছেন। আজ স্বাস্থ্য প্রতিমন্ত্রী পীযুষ হাজরিকা বলেন, এই সমঝোতা করে কংগ্রেস বদরুদ্দিন আজমলকে রাজনীতির অঙ্গনে এনে মুখ্যমন্ত্রী হবার সুযোগ করে দিলেন। অসমীয়া জাতির চরম ক্ষতি করলো। অসমীয়া জাতির পিঠে ছুরি মারা হল। হিমন্তবিশ্ব শর্মা আজ আবার তরুণ গগৈকে আক্রমণ করে বলেন, তরুণ গগৈ এখন ঔরঙ্গজেব আজমলকে ধরেছেন, পুত্র প্রেমে অন্ধ হয়ে গেছেন। জবাবে তরুণ গগৈ বলেন, তিনি পূর্ণনান্দ বুরাগোহাইয়ের বংশধর। তিনি গতকাল  জোটের মুখ্যমন্ত্রীর পদে সুপ্রিমকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নাম প্রস্তাব করেছিলেন। আজ তিনি তীব্র আপত্তি করে বলেছেন, তিনি কোনো রাজনৈতিক দলের সদস্য  হতে চান না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.