Header Ads

পানীয় জলের তীব্র সংকট পাঁচগ্ৰাম জিপি এলাকায়: গণ আন্দোলনে মহিলারা


সানি রায়, পাঁচগ্ৰাম : আলগাপুর বিধানসভার অধীনস্থ পাঁচগ্ৰাম জিপি এলাকায় বিশুদ্ধ পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে।  জানা যায়, দীর্ঘ ৫/৬ বছর যাবৎ বিশুদ্ধ পানীয় জলের অভাবে ভুগছেন পাঁচগ্ৰাম জিপি এলাকার বাসিন্দারা। তাছাড়া বিভাগীয় কর্তৃপক্ষের উদাসীনতায় আজ অবধি থমকে রয়েছে মেগা জল সরবরাহ প্রকল্প। অন্যদিকে দেশে অকাল মহামারীর ভয়াবহতা বেড়েই চলেছে, চলছে লকডাউন। কিন্তু এরমধ্যেও পাঁচগ্ৰামবাসীরা অভিযোগ করে বলেন, করোনা মহামারীর আগে তারা পানীয় জলের সংকটে মারা যাবেন। জলের আরেক নাম জীবন। সুতরাং জল ছাড়া জীবন রক্ষা হবে কী করে?  তাই পানীয় জলের তীব্র সংকটের সম্মুখীন হয়ে শেষমেশ গণ আন্দোলনকে হাতিয়ার করে হাতে খালি কলসী নিয়ে এবার মাঠে নামলেন খোদ এলাকার মহিলারা। অবিলম্বে পানীয় জলের সমস্যা নিরসনে গতকাল সকালে বিক্ষোভ মিছিল সাব্যস্ত করে পাঁচগ্ৰাম দাস কলোনির ভুক্তভোগী জনতা ঐক্যবদ্ধ হয়ে বাজার সংলগ্ন জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে "জল চাই জল দিন ! নইলে মোদের আন্দোলন চলছে চলবে " সহ বেশ কয়েকটি শ্লোগান তুলে আলগাপুরের বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরী সহ স্থানীয় জনপ্রতিনিধিদের ব্যর্থতাকে দায়ী করে আগামী দিনে বৃহত্তর গণ আন্দোলন সহ ৩৭ নং জাতীয় সড়ক অবরোধ করতে বাধ্য হবেন সরাসরি হুমকি প্রদান করেন স্থানীয় জনতা সহ মহিলারা। সেইসঙ্গে তারা এক সপ্তাহের সময় চেয়ে হাইলাকান্দি জিলা উপায়ুক্ত সহ অসম সরকারের দৃষ্টি আকর্ষণ করে অতিশীঘ্রই এলাকায় বিশুদ্ধ পানীয় জলের সমস্যা সমাধানের আর্জি জানান। মিছিলটির নেতৃত্ব দেন পাঁচগ্ৰাম মৎস্য বাজার কমিটির সভাপতি বিজয় দাস ও পুলকিশোর দাস। এছাড়াও জয়দীপ দেবরায়, অনিমেষ দাস, জয়া দেব, বাসন্তী দাস সহ অন্যান্যরাও মিছিলে সামিল ছিলেন বলে প্রাপ্ত সূত্রে প্রকাশ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.