Header Ads

কাজিরঙায় মাকে হারিয়ে গন্ডার শাবক মৃত



নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানে আবার এক গন্ডার মারা গেল। বন্যার ফলে  দুর্গত এক গন্ডার শাবক মা-কে হারিয়ে পানবাড়ি অঞ্চলে অভুক্ত অবস্থায় ঘুরছিল স্বাধীনতা দিবসে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। চার দিন পর কেন উদ্ধার করা হল?  এক খড়্গ বিশিষ্ট বিপন্ন প্রজাতির গন্ডার একমাত্র গন্ডারকে অভয় দিতে পারছে না কাজিরঙা রাষ্টীয় উদ্যান কর্তৃপক্ষ, গাড়ির চাকায়, চোরা শিকারিদের আক্রমণে, বন্যায় ডুবে এপর্যন্ত কটি গন্ডারের মৃত্যু হল তার সঠিক সংখ্যা বন বিভাগ চেপে যাচ্ছে বলে প্রকৃতি প্রেমী সংগঠনগুলো অভিযোগ করেছে। প্লাবিত অঞ্চল থেকে মাত্র তিনটি শাবক উদ্ধার করেছে বলে বন বিভাগ দাবি করেছে সত্যি কি তাই?

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.