Header Ads

বিজেপির নবগঠিত কার্যনির্বাহী সদস্যদের সামনে রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিজেপি সরকারের কাজ-কর্মের প্রশংসা করে বলেন বিজেপি ফের ক্ষমতা পাবে


অমল গুপ্ত, গুয়াহাটি : বিজেপির নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক আজ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সভাপতি জে পি নাড্ডা ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন সদস্যদের অভিনন্দন জ্ঞাপন করে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল,  রাজ্য সভাপতি রঞ্জিত দাস, স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার ভূমিকার প্রশংসা করে বলেন, বিজেপি সরকার ভাল কাজ করেছে। তিনি জোর দিয়ে বলেন, আগামী ২০২১ সালের নির্বাচনে বিজেপি পুনরায় ক্ষমতা দখল করবে। মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, দলের রাষ্ট্রীয় সম্পাদক রমেন ডেকা, উত্তর-পূর্বের সাংগঠনিক সম্পাদক অজয় জামওয়াল সহ জেলার বিজেপি সভাপতিরা আজকের ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করেন। নবগঠিত সদস্যরা সর্বসম্মতভাবে ২০২১ সালের নির্বাচনে বিজেপি একাই ১০০টি আসন দখল করবে বলে সংকল্পবদ্ধ হয়। সভাপতি রঞ্জিত দাস হিন্দিতে বিজেপি সরকারের উন্নয়নমূলক কাজকর্ম বুঝিয়ে বলেন। তিনি বলেন, সর্বানন্দ সনোয়াল সরকারের চারটা বছর খিলনজিয়া মানুষদের ভূমির পাট্টা প্রদান, সত্ৰ, কাজিরঙার বেদখল উচ্ছেদ, শহিদ পরিবারদের যথাযোগ্য সম্মান প্রদান
অসম চুক্তির ৬ নম্বর ধারা বাস্তবায়নের ক্ষেত্রে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ, ভারত বাংলাদেশের মধ্যে কাঁটা তারের বেড়া, কৃষি,  চা শিল্পের শ্রমিকদের ব্যাপক উন্নয়ন,  মহিলা সমাজ, যুব সমাজের কল্যাণমূলক পদক্ষেপ, দুর্নীতির ক্ষেত্রে শুন্য সহন শীলতা নীতি প্রভৃতি ক্ষেত্রে সরকার উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। গত ৫৫ বছরে কংগ্রেস শুধুই অপসাশন দুর্নীতিতে লিপ্ত হয়েছে। সভাপতি বলেন, কংগ্রেস-এআইইউডিএফ মিত্রতা হলে নিম্ন অসমে ভয়ঙ্কর পরিস্থিতি হবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী হিতেস্বর শইকিয়া বলেছিলেন, অসমে ২৫ লক্ষ বাংলাদেশি আছে কয়েকজন বিধায়ক আপত্তি করে ৫ মিনিটে সরকার ফেলে দেওয়ার হুমকি দিলে হিতেস্বর ৫ মিনিটের মধ্যে জানিয়ে দেন কোনো বাংলাদেশি নেই। দাবি করেন, বিজেপির ৪২ লক্ষ সদস্য আছেন, অতিরিক্তা ১টি করে ভোট দিলে বিজেপি ৮৪ লক্ষ ভোট পাবে। দাবি করেন, বিজেপি একাই ১০০টি আসনে জিতবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.