Header Ads

বদরপুরে আবার উদ্ধার হলো একটি বিরল প্রজাতির সরীসৃপ



নয়া ঠাহর প্রতিবেদন, বদরপু্র : বন্যপ্রাণীরা বনাঞ্চল ছেড়ে ক্রমশই বেড়িয়ে আসছে লোকালয়ে। তবে এবার প্রাণী নয়, সরীসৃপ। গত শুক্রবার বদরপুরের অন্তর্গত পিরটিকর গ্ৰামে পাওয়া গিয়েছিল একটি লজ্জাবতী বানর। সেদিনও বন্যপ্রাণী প্রেমী ও আশপাশের এলাকার লোকজনেরা বানরটিকে উদ্ধার করে বদরপুরঘাট  ফরেস্ট সাব বিট অফিসে সমঝে দেন। পরবর্তীতে বদরপু্র বনকর্মীদের সহায়তায় বানরটিকে বড়াইল অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হয়।  একইভাবে  গতকাল  আবার বদরপুর থানার অন্তর্গত জুমবস্তি এলাকায় পাওয়া গেল প্রায় আড়াই থেকে তিন হাত লম্বা একটি বিশেষ প্রজাতির গুইলসাপ। এই প্রজাতির সরীসৃপ বেশিরভাগ ঘন জঙ্গলেই থাকে। এদের শরীরটা ছোট আকারের, দেখতে অনেকটা কুমীরের মতো।  তবে, বর্তমানে বিজ্ঞান প্রযুক্তির যুগে বনাঞ্চল রক্ষা করা দিন দিন কঠিন হয়ে উঠছে। বন্যপ্রাণী নিধন, গাছপালা, পশুপাখি সহ বনজ সম্পদের ধ্বংসলীলা ক্রমেই বেড়ে চলেছে। টিলাটক্কর গুলো কেটে ধংস করে শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি  জনবসতিও  গড়ে উঠেছে। সবুজায়ন প্রায় নেই বললেই চলে। এতে বন্যপ্রাণীদের খাদ্য ও থাকার জায়গা সঙ্কটাপূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। তাই এরা লোকালয়ের দিকে আসতে বাধ্য হচ্ছে বলে মনে করছেন পশুপ্রেমী জনসাধারণ।  এদিকে  বদরপু্র জুমবস্তি এলাকার বাসিন্দা পশুপ্রেমী তথা বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক প্রীতম দাস এবং এলাকার আরও দু'জন জনৈক ব‍‍্যক্তি সাপটিকে উদ্ধার করে গতকাল  বদরপু্র বনবিভাগের কাছে সমঝে দেন এবং পরবর্তীতে বদরপু্র বনকর্মীরা এই গুইলসাপটিকে বড়াইল সংরক্ষিত অভয়ারণ্যে ছেড়ে আসবেন বলে বনবিভাগ সুত্রে খবরটি জানা গেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.