Header Ads

ক্যাবিনেট কমিটি বেসরকারি বিদ্যালয় নিয়ন্ত্রণে কমিটি গঠন, বজালি জেলা হচ্ছে


অমল গুপ্ত, গুয়াহাটি : অসম সরকারের বার-বার অনুরোধ সত্ত্বেও বেসরকারি বিদ্যালয়গুলো  তাদের খেয়াল খুশিমত মাশুল বাড়িয়ে যাচ্ছিল, বর্তমান লকডাউনের সময় গুয়াহাটির কয়েকটি ইংরাজি মাধ্যমের বিদ্যালয় স্কুল বন্ধ থাকলেও  ছাত্রদের বাস ভাড়া তুলছিল। সরকার শেষ পর্যন্ত বেসরকারি বিদ্যালয়গুলোকে নিয়ন্ত্রণ করার জন্যে আজ কেবিনেটে বিধানসভাতে গৃহীত অসম নন গভর্নমেন্ট এডুকেশন ইনস্টিটিউট রুলস ২০২০ টি কঠোরভাবে মেনে চলার সিদ্ধান্ত নিল। আজ খানাপাড়া স্টাফ এডমিনিষ্ট্রটেটিভি কলেজে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের পুরোহিত্যে অনুষ্ঠিত ক্যাবিনেট কমিটির বৈঠকে আইনটি অবিলম্বে কার্যকরী করার লক্ষ্যে এক কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। এসম্পর্কে পরিবহনমন্ত্রী চন্দ্রমোহন  পাটোয়ারী জানান, এবার থেকে বেসরকারি বিদ্যালয়গুলো খেয়াল খুশি মত মাশুল নিতে পারবে না। আজ বৈঠকে পারিতোষিক প্রাপ্ত ১৬১ জন গ্রন্থাগারিককে বর্তমানে ৯০০ টাকা থেকে ১২০০০ টাকা  এবং ১৫৩ জন সহকারী পারিতোষিকপ্রাপ্ত গ্রন্থাগারিককে ৫০০ টাকা থেকে ৯০০০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়।  পারিতোষিক বা অনারিয়াম পাওয়া এই গ্রন্থাগারিকরা বহুদিন ধরে কম পারিশ্রমিকে কাজ করছেন। বরপেটা জেলার বজালি এত দিন মহকুমা ছিল, আজ জেলা হিসাবে ঘোষণা করা হয়। সদর হবে পাঠশালা, আজ বৈঠকে ১০ জন অফিসার ও ৮৫ টি অন্যান্য পদ সৃষ্টির অনুমোদন জানানো হয়। আজ বৈঠকে অসম ভ্যাট আইনের অধীনে ভ্যাট রিটার্ন, ফর্ম, এসেসমেন্ট ইত্যাদির সময়সীমা বৃদ্ধির অনুমোদন জানানো হয়। আজ ফুটপাথে  বসে যারা পসরা সাজিয়ে যেসব গরিব মানুষ জীবিকা নির্বাহ করে, তাদের আইন করে বসার জায়গা বরাদ্দ করে সুবিধা করে দেওয়া হবে। সেই লক্ষ্যে স্ট্রিট ভেন্ডার্স, প্রটেকশন অফ লাইফলিহুড স্কিম  ২০২০ অনুমোদন জানানো হয়। আজকে মন্ত্রীসভার বৈঠকে গরু-মহিষ ব্রিডিং পলিসি ২০২০ অনুমোদন জানানো হয়। এবার রাজ্য পরিবহন বিভাগ তাদের অধীনে ৬৬৮ টি বাসকে চালানোর জন্যে বেকার ছেলেদের  সুযোগ দেওয়া হবে। ৫ বছরের জন্য এই সুবিধা পাবে। আজ বৈঠকে এস ডি আর এফ-এর অধীনে অতিরিক্ত দুটো কোম্পানি খোলার অনুমোদন জানানো হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.