Header Ads

নিজের বাড়িতে বসেই করোনা চিকিৎসার সুযোগ দেবে স্বাস্থ্য বিভাগ


অমল গুপ্ত, গুয়াহাটি : ভারতে  মারণ রোগ করোনা  সংক্রমণ কমার  কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। আক্রান্তের  সংখ্যা ২২ লাখ ছাড়িয়ে গেছে। মৃত্যুর সংখ্যা ৪৫ হাজার পার হয়েছে, সেই তুলনায় অসমের অবস্থা তুলনামূলকভাবে  ভালো। দেশের প্রাক্তন সাংবিধানিক প্রধান  রাষ্ট্রপতি প্রণব মুখার্জি করোনায় আক্রান্ত হয়েছেন। টুইট করে সেকথা জানিয়েছেন। অসমের পুলিশ প্রধান ভাস্করজ্যোতি মহন্তও টুইট করে  আক্রান্তের কথা জানিয়েছেন। ইতিমধ্যে ২০০ বেশি পুলিশ কর্মী আক্রান্ত হয়েছেন। দুলিজানের  বিধায়ক তেরেস গোয়ালা আক্রান্ত হয়েছেন। গুয়াহাটি মহানগরের অবস্থা  কিছুটা ভালো বলে স্বাস্থ্য বিভাগ আক্রান্ত রুগীদের নিজের বাড়িতে বসে চিকিৎসার সুযোগ  দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রোগীকে পালস অক্সিমিটার সহ সব ধরণের ঔষধপত্র দেওয়ার ব্যবস্থা করবে বলে স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ জানান। তিনি বলেন, ১০৪ হেল্প নম্বরে ফোন করে সব পরামর্শ করা যাবে। টেলি মেডিসিনের ব্যবস্থাও করা হয়েছে। তবে বিমানে যারা আসবেন তাদের ৭২ ঘন্টা পর্যন্ত রাজ্যে থাকলে বেশি কড়াকড়ি হবে না। মাত্র ৭২ ঘন্টা থাকার টিকিট দেখাতে হবে। সেলফ হোম আইসোলেশনে থাকার সুযোগ অন্য জেলাতেও করা হবে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী পীযুষ হাজরিকা বলেন, অসমে আগামী ১০-১৫ দিনের মধ্যে  সংক্রমণ অনেক কমবে। তবে মানুষের স্বাস্থ্য বিধি মানার উপর নির্ভর করছে। রাজ্যে আক্রান্তের সংখ্যা ৬০ হাজার অতিক্রমের দিকে এগোচ্ছে। মৃত্যুর সংখ্যা ১৫০ ছুঁইয়ে যাবে। হিমন্ত বিশ্ব শর্মা কেন্দ্রীয় সরকারের পূর্বাভাস উল্লেখ করে বলেছিলেন, অসমে ১৫ আগস্টের মধ্যে ৬৫ হাজার আক্রান্ত হবে। সেই পূর্বাভাস মিলতে চলেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.