Header Ads

রাজ্যে ব্লক কংগ্রেসের প্রতারণা দিবস,আসুর কা বিরোধী আন্দোলন


অমল গুপ্ত, গুয়াহাটি : অসম প্রদেশ কংগ্রেস কমিটি আজ রাজ্যের ২৭২ সাংগঠনিক ব্লকে প্রতারনা দিবস পালন করে। গুয়াহাটি রাজীব ভবনে প্রতীকী প্রতারণা  দিবস উদযাপন করা হয়।  প্রধানমন্ত্রী ক্ষমতায় এসে উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নে ২০০০ হাজার ৫০০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছিলেন। তা আজও দেননি। বন্যা ও ধস নিয়ন্ত্রণে ৪০০ কোটি দেব বলেছিল  তা  দেয়নি। কেন্দ্রীয় পরিবহনমন্ত্রী নীতিন গড়করি ১ লক্ষ কোটি দিয়ে ব্রহ্মপুত্র খনন ও দুইপাশে এক্সপ্রেস হাইওয়ে  নির্মাণের স্বপ্ন দেখিয়েছিলেন, তা আজ স্বপ্ন হয়েই থেকে গেল, ব্রহ্মপুত্র খনন আর হলো না। ব্রহ্মপুত্র নদের  বন্যা ধস সমস্যা নিয়ে এক কমিটি গড়ে  সমীক্ষা করার জন্যে ১০০ কোটি টাকা বরাদ্দ করার কথা বলেছিল, সব আশ্বাস  মিথ্যা হয়ে গেল, নমামী ব্রহ্মপুত্র, নমামী বরাক  উৎসবের নামে কোটি কোটি টাকা ঢালা হল, সবই মিথ্যা হয়ে গেল। কংগ্রেস সভাপতি রিপুন বরা, দ্বিজেন শর্মা, শরৎ বরকটকী, আর পি শর্মা  সহ রাজ্য পর্যায়ের নেতারা  বিজেপি সরকারের এই সব আশ্বাস তুলে ধরে প্রতারণা দিবস পালন করে। লামডিং, নাজিরা, শিবসাগর  নিম্ন  অসম গুয়াহাটিতে ব্লক  কংগ্রেস কমিটিগুলো এই দিবসে সামিল হয়েছিল।
অপরদিকে, আজ ডিব্রুগড়ে আসু লকডাউনের সময় বিরাট বাইক রেলি করে কা-র বিরোধিতা করে। ডিব্রুগড়ে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের বাড়ি ঘিরে আসুর সদস্যরা  আন্দোলনে সামিল হয়েছিল। কৃষক মুক্তি  সংগ্রাম  সমিতির নেতা অখিল গগৈকে মুক্তির দাবিতে রাজ্যের বিভিন্ন স্থানে আন্দোলন অব্যাহত আছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.