Header Ads

১০-১৫ আগস্টের মধ্যে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসবে বলে স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা আজ জানান


অমল গুপ্ত, গুয়াহাটি : দেশজুড়ে আনলক ৩.০-  র প্রথম দিন অসম সরকারের  গাইডলাইন মেনে আজ জনতা ভবনে ১০০ শতাংশ কর্মী উপস্থিত ছিল। সরকার  জনতা  ভবনে আসার বাসের বাবস্থা করেছিল। প্রবেশ মুখে স্যানিটাইজের বাবস্থা ছিল, অসম বিধানসভা কার্যালয়ে ১০০ শতাংশ কর্মী উপস্থিত ছিল।  আজ সোমবার আর মঙ্গলবার  আন্তজেলা বাস চালানোর অনুমতি  দেওয়া হয়েছে। রাতের কারফিউ   সন্ধ্যা ৭ থেকে রাতের কারফিউ  অব্যাহত থাকবে ১৪ আগস্ট পর্যন্ত। গুয়াহাটিতে দোকানপাট পথের এক পাশে খোলার, সেলুন, জিমস, রেস্তোরা, হোটেল  সামাজিক দূরত্ব বজায় রেখে খোলার অনুমতি  দেওয়া হয়েছে।  আজ স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বলেন, করোনা ১০-১৫ দিনের মধ্যে নিয়ন্ত্রিত হবে। মৃত্যুর হার ০.২৪ শতাংশ দেশের মধ্যে সবচেয়ে কম। আরোগ্য এর হার ৭৫  শতাংশ, সংক্রমণের হার ও ৫  শতাংশ হ্রাস পেয়েছে। রাজ্যে  আক্রান্তের সংখ্যা ৪৩ হাজার ছুঁয়েছে। ১০৫ জন মারা গেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.