Header Ads

প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্তের বরাক সফর নিয়ে প্রস্তুতি চূড়ান্তজপমালা চক্রবর্তী, হাইলাকান্দি : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিজের ভিত-কে মজবুত করতে আগামী 5 ই আগষ্ট তিনদিনের বরাক সফরে আসছেন আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্ত। বিশ্বস্ত সূত্রে জানা যায়,  অসমের বিভিন্ন প্রান্তে ঘুরে দলের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন আমলাদের থেকে শুরু করে অন্যান্য বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় করে দলের অনুগতদের রাজনৈতিক ভাবে চাঙ্গা করতে ও নিজেকে শক্তিশালী করে তুলতে  ইতোমধ্যে তৎপর হয়ে উঠেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্ত।  এরই পরিপ্রেক্ষিতে আগামী 5 ই আগষ্ট তিনদিনের বরাক সফরে আসছেন তিনি বলে জানা গেছে। এছাড়া, উনার এই সফরকে সার্থক করে তুলতে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে বদরপুর সমষ্টির অন্তর্গত বুন্দাশিল জিপি-র সভাপতি সৈয়দ হাবিবুর রহমানকে।  হাবিবুর জানান যে, প্রাক্তন মুখ্যমন্ত্রী আগামী 5 ই আগষ্ট গুয়াহাটি থেকে প্রথমেই সোজা চলে যাবেন শিলচরের আবর্ত ভবনে। সেখানে দলীয় অনুগতদের সাথে একান্তে সাক্ষাৎ করে, পরের দিন অর্থাৎ 6 ই আগষ্ট চলে যাবেন হাইলাকান্দির আবর্ত ভবনে এবং সেখানে দলীয় অনুগতদের সাথে সাক্ষাৎ করে, বিকেলেই চলে যাবেন বদরপুরে। বদরপুরে বুন্দাশিল জিপি সভাপতি হাবিবুরের বাড়িতে অবস্থান করে সেখানেও দলীয় অনুগতদের সাথে মতবিনিময় করে ও সাংবাদিক সম্মেলন করে চলে যাবেন করিমগঞ্জ আবর্ত ভবনে। এবং সেখানেও দলীয় অনুগতদের সাথে সাক্ষাৎ ও আলোচনা সেরে 7 ই আগষ্ট পুনরায় গুয়াহাটির উদ্দেশ্যে রওয়ানা দেবেন বলে জানান হাবিবুর রহমান।  তাছাড়া,, আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্তের এই বরাক সফরকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে বলে বিশেষ সূত্রে জানা গেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.