Header Ads

লামডিং এসে নষ্টালজিক হয়ে পড়লেন দেবজিত সাহা


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : মঙ্গলবার কিংবদন্তি কিশোর কুমারের ৯১তম জন্মদিনে লামডিঙের মহিলা পরিচালিত সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা নন্দিনীর ফেসবুক লাইভ অনুষ্ঠানে কিশোর কুমারকে শ্রদ্ধা জানাতে এসে নষ্টালজিক হয়ে পরেন জি-টিভি সারেগামাপার ২০০৫-এর বিজয়ী ভারতকণ্ঠ দেবজিত সাহা। সঙ্গীত পরিবেশনের ফাঁকে ফাঁকে লামডিঙে তাঁর অতীতের কিছু  মধুর স্মৃতিচারণ করতে করতে আবেগিক হয়ে পরেন। লামডিং ন্যাশানাল হায়ার সেকেন্ডারী স্কুল থেকে তিনি মাধ্যমিক পাশ করেন। এখানে তাঁর মামার বাড়ি। সেসুত্রে অনেকটা সময় এই শহরে কাটিয়ে গেছেন। ছোটবেলায় বুদ্ধমন্দিরের অনুষ্ঠানে অংশগ্রহণ, রেল কালি বাড়ির মোড়ে আড্ডা, ষ্টেশনের কচুরি শিঙ্গারার কথা কিছুই বাদ পরেনি তাঁর স্মৃতি থেকে। অনেকদিন পর সরাসরি তাঁর গান শুনতে পেয়ে লামডিং তথা উত্তর-পূর্বের শ্রোতারা খুব খুশি। নন্দিনীর পক্ষ থেকে তাঁকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়। নন্দিনীকেও ধন্যবাদ জানায় লামডিংবাসী। নন্দিনীর কিশোর কুমার শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান চলবে বৃহস্পতিবার পর্যন্ত।  প্রসংগত আগামী ৭ অগাষ্ট ২২শে শ্রাবণ কবিগুরুকে শ্রদ্ধা জানাতে নন্দিনীতে আসছেন মেঘালয়ের প্রাক্তন শিক্ষামন্ত্রী মানস চৌধুরী, জানান নন্দিনীর সহসম্পাদিকা মাম্পি তালুকদার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.