Header Ads

পাথারকান্দি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক সহ নার্স করোনা আক্রান্ত


শিবু দে, পাথারকান্দি : দিনের পর দিন বরাক উপত্যকায় করোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে।  জানা যায়, গতকাল পাথারকান্দি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক, নার্স  সহ আরও কয়েকজন কর্মী  করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসনের তরফ থেকে পাথারকান্দি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে বাজারগাঁও পর্যন্ত গোটা এলাকাকে কনটেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়। সেইসঙ্গে প্রশাসনের নির্দেশে স্থানীয় জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার ও  আহ্বান জানানো হয় বলে খবরে প্রকাশ। শুধু তাই নয়,  কোভিড-১৯ তথা করোনা আতঙ্ককে  কাটিয়ে উঠতে  হলে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো   সামাজিক দূরত্ব, বজায় রাখার পাশাপাশি স্ব‍াস্থ‍্যবিধি মেনে চলা, এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা ও মনোবল বৃদ্ধি করা। সেইসঙ্গে কড়া সুরক্ষা  বলয়ে থেকে করোনা  সংক্রমণকে প্রতিহত করা,  ও তা নির্মূল করা। এদিকে   বতর্মানে আক্রান্তদের  করিমগঞ্জ সিভিল হাসপাতালের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলে একটি সূত্রে প্রকাশ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.