Header Ads

দৈনিক সংক্রমণে রেকর্ড বাংলায়, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩১৯৭ জন, মৃত ৫৩ জন !!

বিশ্বদেব চট্টোপাধ্যায়

করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণে নতুন রেকর্ড বাংলায়। একদিনে আক্রান্ত হয়েছেন ৩ হাজারেরও বেশি মানুষ। সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছেন উত্তর ২৪ পরগনা জেলায়। রাজ্যে মোট করোনা সংক্রমণ প্রায় এক লক্ষ ৩০ হাজার ছুঁই ছুঁই। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৫৩ জন। 

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছেন ৩১৯৭ জন। যার জেরে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৯,১১৯ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মারা গিয়েছেন ৫৩ জন। তবে সুস্থতার হার অনেকটাই বেশি। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৩ হাজােরর বেশি মানুষ। 
গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে রাজ্যে মারা গিয়েছেন ৫৩ জন। তার মধ্যে কলকাতার ১১ জন। উত্তর ২৪ পরগনার ১৪ জন। ৮ জন দক্ষিণ ২৪ পরগনার। রাজ্যে করোনা সংক্রমণে মোট মৃত্যু হয়েছে ২,৬৩৮ জন। 
 করোনার দৈনিক সংক্রমণে সবচেয়ে এগিয়ে উত্তর ২৪ পরগনা। ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৭৪৭ জন। তার পরেই রয়েছে কলকাতা। এখানে গত ২৪ ঘণ্টায় ৫৮৩ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে। 
অন্যদিকে উত্তরবঙ্গেও করোনা সংক্রমণ বাড়ছে। বর্ধমান জেলায় শুরু হয়েছে গোষ্ঠী সংক্রমণ। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে রাজ্যে পর পর ২দিন লকডাউন শুরু হয়েছে। বৃহস্পতিবার গোটা রাজ্যে কড়া লকডাউন পালন করা হয়েছে। শুক্রবারও রাজ্যে রয়েছে লকডাউন। সেদিনও গোটা রাজ্যে কড়া নজরদারি চালানো হবে বলে জানিয়েছে রাজ্য সরকার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.