Header Ads

আদালত খোলার দাবিতে অবস্থান ধর্মঘট করে নৈতিক জয় পেলো আইনজীবীরা



নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : অসম, নাগাল্যান্ড, মিজোরাম, অরুণাচল প্রদেশ এবং সিকিম বার কাউন্সিলের সদস্যরা আজ আদালতগুলো নিয়মিত খুলে আইনজীবীদের রুজি রোজকারে সহায়তা করার দাবি জানিয়ে এক ঘন্টা অবস্থান ধর্মঘট পালন করেন। আজ গুয়াহাটিতে বার কাউন্সিলের চেয়ারম্যান হাফিজ রসিদ আহমেদ চৌধুরীর উপস্থিতিতে হাইকোর্টের সামনে আইন জীবীরা এক ঘন্টা প্রতীকী ধর্মঘট করেন। গুয়াহাটি হাইকোর্টের রেজিস্টার জেনারেল বার কাউন্সিলের চেয়ারম্যান চৌধুরীর সঙ্গে কথা বলে এই সমস্যা সমাধানের লক্ষ্যে ৫ বিচারপতিকে নিয়ে এক কমিটি গঠনে সম্মত হন। আইনজীবীদের এই সমস্যা সমাধানের জন্যে আগামী ১৭ আগস্ট এক বৈঠক ডেকে আলোচনা হবে। গত চার মাস থেকে আইনজীবীরা অশেষ কষ্টের মধ্যে দিন যাপন করছেন।  আদালত বন্ধ আছে, কেবল জরুরি মামলাগুলো ভার্চুয়াল কোর্টে ফয়সালা হচ্ছে। বার কাউন্সিল আদালতের দরজা খুলে দৈনন্দিন কাজকর্ম শুরু করার দাবি জানিয়েছেন। আজ এক বিবৃতিতে বার কাউন্সিলের সচিব কুলেশ গোস্বামী একথা জানান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.