Header Ads

১৬ আগস্ট থেকে দোকানপাট খুলবে, বাস চলবে, শনি-রবিবার লকডাউন অব্যাহত



অমল গুপ্ত, গুয়াহাটি : আগামী ১৬ আগস্ট থেকে আনলক থ্রী শুরু হচ্ছে। এবার আমজনতা বেশ কিছু সুযোগ সুবিধা পাবেন। জেলার বাইরে যেতে পারবে। তবে শনি-রবিবার যথারীতি লকডাউন অব্যাহত থাকবে। রাতের কারফিউ রাত ৯-৩০ মিনিট থেকে ভোর ৫টা পর্যন্ত চলবে। দোকানপাট সব খুলতে বাধা নেই। সিটি বাস চলবে, তবে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চালাতে হবে।  সোমবার থেকে শুক্রবার আন্তঃজেলা এবং শহরে সিটি বাস চালানোর অনুমতি দেওয়া হয়েছে। সামাজিক দূরত্ববিধি ও মাস্ক না পড়লে শাস্তির মুখে পড়তে হবে বলে সরকার সতর্ক করে দিয়েছে। সিনেমা হল, সুইমিং পুল, পার্ক, জমায়েত বন্ধ। খেলা-ধুলা, রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় প্রভৃতির ক্ষেত্রে ৫০ শতাংশের কম মানুষ হলে অনুমতি দেওয়া হবে। পাবলিক প্লেসে থুতু ফেলা, পানের পিক ফেলা, মদ প্রভৃতি খাওয়া শাস্তি যোগ্য অপরাধ বলে গণ্য করা হবে। সামাজিক দূরত্ব বজায় না রাখলে, মাস্ক না পড়লে এক হাজার টাকা জরিমানা ধার্য করা হবে বলে মুখ্যসচিব কুমার সঞ্জয় কৃষ্ণ সকলকে সতর্ক করে দিয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.