Header Ads

৩০ আগস্টের পর করোনা পরিস্থিতি স্বাভাবিক হবে, অনেক নিয়ন্ত্রণ হয়েছে : হিমন্তবিশ্ব শর্মা


অমল গুপ্ত, গুয়াহাটি : আগস্টের মধ্যে অসমের করোনা উদ্ভূত পরিস্থিতি স্বাভাবিক হবে। সংক্রমণ নিয়ন্ত্রণের মধ্যে এসেছে। কেন্দ্রীয় সরকার সবুজ সংকেত দিলে আগামী সেপ্টেম্বর মাস থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত স্কুল বাদ দিয়ে বাকি পঞ্চম শ্রেণী থেকে স্কুল, কলেজ কিছু শর্ত মেনে খোলা হবে। আজ জনতা ভবনে এক সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা একথা জানান। তিনি ১৫ আগস্ট থেকে প্রায় ৪০০ টির বেশি বিদ্যালয় প্রাদেশিকরন এবং ২০০ জনের বেশি বিদ্যালয় শিক্ষক ও  ২০০-এর  বেশি কলেজে শিক্ষককে প্রাদেশিকরণের আওতায় আনার প্রক্রিয়া শুরু হবে বলে শিক্ষা বিভাগের দায়িত্বশীল মন্ত্রী হিসেবে হিমন্তবিশ্ব শর্মা এই ঘোষণা করেন। তিনি বলেন, আগামী ১ জানুয়ারি থেকে কার্যকরি হবে। তিনি আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে তা কার্যকরী হবে না। তিনি আনলক-৩ সম্পর্কে বলেন, আগামী সোমবার থেকে অসমে শপিং মল, জিমখানা খোলা হবে। দোকানপাট আগের মত একদিন অন্তর বাম দিকে ডান দিকে খোলা হবে। প্রতি সোমবার ও মঙ্গলবার আর্ন্তজেলা বাস সেবা চালু থাকবে। তবে রাতের কারফিউ অব্যাহত থাকবে ১৫ আগস্ট পর্যন্ত। জেলাগুলোতে শনি-রবিবার উইকেন্ড লকডাউন চলবে। তিনি জানান, ৩৫৫ টি বিদ্যালয়, ১৯৭ টি মাধ্যমিক বিদ্যালয়, ৩৩৫৯ জন শিক্ষক পদ, ২৪১ জন অধ্যাপকের পদ, ৯৭ টি জুনিয়র কলেজ শিক্ষকের পদকে প্রাদেশিকরনের আওতায় আনা হবে। চা বাগান এলাকায় ১১৯ টি বিদ্যালয় নির্মাণ করা হবে। তিনি জানান, পঞ্চম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলগুলোকে ১ সেপ্টেম্বর থেকে কোনো খেলার মাঠে বা কারো বাড়ির বারান্দায় ক্লাস করতে হবে। কোনো বিদ্যালয়ে হবে না। একদিন অন্তর ক্লাস হবে। প্রতিজন শিক্ষক, অধ্যাপক, কর্মীকে  কোভিড টেস্ট করে যোগ দিতে হবে। তিনি জানান, শিক্ষা খাতে অতিরিক্ত ১ কোটি ১৯ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। ৫ থেকে ৮ শতাংশ টাকা শিক্ষা খাতে ব্যয় হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.