Header Ads

বিধানসভা নির্বাচন: যুব প্রজন্মের প্রতি পাখির চোখ জনতার


শুভজিৎ রায়, হাইলাকান্দি: আসন্ন একুশের বিধানসভা নির্বাচনকে ঘিরে গেরুয়া দলের সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ প্রায় তুঙ্গে । তোড়ঝোড়ে কম নেই আলগাপুর বিধানসভা । জানা যায়, আলগাপু্র বিধানসভা অঞ্চলে বিশেষ করে বিজেপি জেলা সভাপতি স্বপন ভট্টাচার্য, জেলা যুবমোর্চা তথা পাঁচগ্ৰাম জিপি সভাপতি সুরজ সেন, মুখ্যমন্ত্রীর ওএসডি শেখর দে এবং কালিনগর পাঁচগ্ৰাম জিলা পরিষদ সদস্যার প্রতিনিধি পৃথ্বীশ কান্তি দাস এই চারজনকে নিয়েই চলছে জোর চর্চা ।  আলগাপুর বিজেপির ইয়ং ব্রিগেড যুব মোর্চা সভাপতি সূরজ সেনের দিকেই নিশানা তাক করে আছেন গেরুয়া দলের সমর্থক তথা গেরুয়া প্রেমী জনতা । তাই অধিকাংশ জনগণই আগামী বিধানসভা নির্বাচনের সম্ভাব্য প্রার্থীর তালিকায় হাইলাকান্দি যুবমোর্চা তথা পাঁচগ্ৰাম জিপি সভাপতি সুরজ সেনকেই দেখতে চাইছেন বলে আভাস মিলছে।  এনিয়ে শুরু হয়েছে বেশ গুঞ্জন প্রায় সর্বত্র । অবশ্য পিছিয়ে নেই মুখ্যমন্ত্রী র ও এস ডি শেখর দে মহাশয় ও। তবে বিশেষ প্রাধান্যে যুব মোর্চা সভাপতি সূরজ এর নাম ই ভেসে উঠছে। বিগত দুবার থেকেই তিনি পঞ্চায়েত প্রতিনিধির দায়িত্ব পালন করে আসছেন । তাছাড়া, আশির দশকে পিতৃদেব প্রয়াত স্বপন সেন বিজেপির স্বনামধন্য কর্মী হিসেবে তথা  উনার  মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত উনি নিঃস্বার্থভাবে দলের  হয়ে কাজ করে গেরুয়া ধ্বজা বয়ে বেড়িয়েছেন আলগাপুর সহ গোটা জিলায় আজ তাঁর ই প্রতিফল আদায় করতে মাঠ চষে বেড়াচ্ছে সূরজ  বলে সূত্রের খবর।  সেই সুবাদেই সুরজ সেনের রাজনৈতিক জীবনে আসার অন্যতম উদ্দেশ্য বলেও জানা গেছে। তাই আগামী বিধানসভা নির্বাচনের মূল দাবিদার হিসেবে সুরজ সেনকেই সমর্থন করে তাপাং মন্ডল সভাপতি তথা আঞ্চলিক সভানেত্রী র প্রতিনিধি সঞ্জিত দেব এ প্রতিবেদককে জানান বর্তমানে দেশের ‌প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন ইয়ং বিগ্রেডকে জাগ্রত করে এগিয়ে আনার , তাই তাঁর ই সূত্র ধরে গোটা আলগাপুর বিধানসভায় দলীয় ইয়ং বিগ্রেডের মধ্যে বেশ কয়েকটি অবদানের ফলস্বরূপ আজ পাঁচগ্রাম জিপির সভাপতি সূরজ এর নাম উঠে আসছে । তাই এবার দলের সক্রিয় কর্মী সূরজ সেন কে প্রার্থীত্বের দাবি জানান । তাছাড়া আরো ও বলেন বর্তমানে চার জন দাবি দারের মধ্যে এসসি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সূরজ সেন, যদিও পাঁচগ্রাম - কালিনগর জিলা পরিষদ সদস্যার প্রতিনিধি পৃথীশ কান্তি দাস ও এসসি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত তবে একটি পরিবারে দুই জন জনপ্রতিনিধি অগ্রাহ্য নয় ভারতীয় জনতা পার্টির বলে সূত্রের খবর। তাই বিজেপি নীতি আদর্শ টপকিয়ে কোনো পদক্ষেপ নেয়নি। গোটা আলগাপুর বিধানসভায় তাপাং মন্ডল ছাড়াও সবমিলিয়ে এসসি সম্প্রদায়ের ভোট অন্যান্যদের তুলনায় কিছুটা হলেও বেশি রয়েছে তাই এসসি সম্প্রদায়কে ভর করে তরি পারি দিতে সক্ষম হবে যুভনেতা সূরজ বলে মত প্রকাশ একাংশের। এদিকে আরও গুঞ্জন প্রবল হচ্ছে এবার সর্বভারতীয় বিজেপি দলের রীতি অনুযায়ী প্রধানতঃ  দলীয় কর্মী , সঙ্ঘ পরিবার তথা স্থানীয় প্রার্থীদের কে প্রধান প্রাধান্য দিয়ে আসার নীতি ই যেন এবার শেষ বাছাই হয়। তাই এবার সর্বত্র আওয়াজ উড়ে এসে জুড়ে বসার স্থান আলগাপুরে নয় । যারা দলের স্বার্থে রাতদিন একাকার করে গেরুয়া শিবিরের ধ্বজ্জা হাতে নিয়ে জয়ধ্বনি দিয়ে থাকা দেরকেই  এবার প্রার্থীত্বের প্রাধান্য দেওয়ার দাবি সরগরম হচ্ছে। এছাড়া, যেহেতু মোদী সরকার  রাজনৈতিক ময়দানে তরুণ প্রজন্ম তথা নতুন মুখকে প্রাধান্য দিচ্ছেন, তাই এই বিষয়ের উপর ভিত্তি করেই এলাকার জনসাধারণ তথা দলীয় কর্মকর্তারা সুরজ সেনকেই আগামী একুশের বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসেবে দেখতে চেয়ে সবকটি মন্ডল কর্মকর্তারা স্বপ্ন আঁকছেন। কবে যেন স্বপ্নপূর্ণ হবে আলগাপুর বিধানসভা? সবমিলিয়ে দলীয় কর্মকর্তাদের মধ্যে কেউ ই পিছিয়ে নেই প্রার্থীত্বের লড়াই চালিয়ে যেতে। এবারের দলের হাইকমান্ডের হাতে ই শেষ ভাগ্য কার কপালে জুটবে ? তাই গেরুয়া প্রেমী জনতা সহ দলীয় কর্মীদের আশাই নাকি ধূপে ঠেকার সম্ভাবনা উজ্জ্বল ! এনিয়ে নির্বাচনের কাঁসর না বাজলে ও দৌড়ঝাপ প্রায় তুঙ্গে গোটা আলগাপুর বিধানসভায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.