Header Ads

ডাক্তার অর্ধেন্দু কুমার দে গুয়াহাটির ডাউন টাউন হাসপাতালে, বাঙালির ভবিষৎ নিয়ে উদ্বিগ্ন



অমল গুপ্ত, গুয়াহাটি : অসম চুক্তির নম্বর ধারা রূপায়ন কমিটি ১৯৫১ সালকে ভিত্তি বছর করার সুপারিশ কার্যকর হলে অসমের বাংলাভাষী হিন্দুদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। লক্ষ লক্ষ বাঙালি হিন্দুকে অসম ছাড়তে হবে। অসম বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ প্রণব গগৈ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে ১৯৫১ সালকে ভিত্তি বছর করে নাগরিকের সংজ্ঞা নির্নয় করে বিধানসভাতে পেশ করতে গেলে বাধা পান প্রাক্তন মন্ত্রী ডাক্তার অর্ধেন্দু কুমার দে,  অধ্যক্ষ প্রণব গগৈয়ের হাত থেকে প্রতিবেদনটি ছিনিয়ে নিয়ে মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের উপস্থিতিতে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলেন আজ বিজেপি সরকারের সময় সেই ১৯৫১ সালের ভিত্তিতে অসমিয়ার সংজ্ঞা নির্ণয় করে অবসরপ্রাপ্ত বিচারপতি বিপ্লব কুমার শর্মা কমিটি সুপারিশপত্র কেন্দ্রে পাঠান। একবারের জন্যে অসমের লক্ষ লক্ষ বাঙালি হিন্দুদের জীবন জীবিকার মৌলিক অধিকারের কথা চিন্তা করল না বিজেপি সরকার যাদের ভোটে বিজেপি সরকার গঠন করেছে। আজ গুয়াহাটির ডাউন টাউন হাসপাতালে বসে ডাক্তার অর্ধেন্দু কুমার দে অসুস্থ অবস্থাতেও অসমের বাঙালিদের ভবিষ্যতের কথা চিন্তা করে উদ্বেগ প্রকাশ করে বিধানসভার অভিজ্ঞতার কথা বলেন। রাজ্যে করোনা উদ্ভূত পরিস্থিতিতে ডাক্তার দে, হঠাৎ শারীরিক অবস্থা খারাপ হলে গতকাল হোজাই থেকে এসে গুয়াহাটির হাসপাতালে ভর্তি হন তার নানা শারীরিক পরীক্ষা হয় এখন তিনি বিপদমুক্ত বলে ডাক্তাররা জানিয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.