Header Ads

আসুর পরামর্শদাতা কমিটি গঠন



নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : অসমের খিলঞ্জীয়া মানুষের সুরক্ষিত ভবিষ্যত নিশ্চিত করার লক্ষ্যে শৈক্ষিক-সামাজিক-অর্থনৈতিক-রাজনৈতিক পরিকল্পনা যোগ করে সময় সাপেক্ষে পদক্ষেপ গ্রহণের উদ্দেশ্যে সদৌ অসম ছাত্র সন্থা এবং অসম জাতীয়তাবাদী যুবছাত্র পরিষদ মিলে "অসম পরামৰ্শদাতা সমিতি" গঠন করে।
কমিটিতে উপদেষ্টা পদে রয়েছেন প্ৰাক্তন অধ্যাপক তথা ডিব্ৰুগড় বিশ্ববিদ্যালয়, প্ৰাক্তন সভাপতি, অসম সাহিত্য সভার ড° নগেন শ‌ইকিয়া। আন্তৰ্জাতিক খ্যাতিসম্পন্ন সাহিত্যিক, বিশিষ্ট গ্ৰন্থকার পদ্মশ্ৰী ড° অরূপ কুমার দত্ত।
অন্যান্য সদস্যরা হলেন,
১) রণজিৎ শেখর মুশাহারী
প্ৰাক্তন রাজ্যপাল, মেঘালয়, প্ৰাক্তন সঞ্চালক প্ৰধান, সীমান্ত সুরক্ষা বাহিনী, প্ৰাক্তন আরক্ষী সঞ্চালক প্ৰধান
২) জাহ্নু বরুয়া
আন্তৰ্জাতিক খ্যাতিসম্পন্ন চলচিত্ৰ পরিচালক ও নির্মাতা
৩) ড° কৃষ্ণগোপাল ভট্টাচাৰ্য (আহ্বায়ক)
প্ৰাক্তন অধ্যাপক, রসায়ন বিভাগ, গুয়াহাটি বিশ্ববিদ্যালয়,  প্ৰদূষণবিদ
৪) বসন্ত ডেকা (আহ্বায়ক)
প্ৰাক্তন সহকারী অধ্যাপক, সন্দিকৈ ছুয়ালী মহাবিদ্যালয়, গুয়াহাটি
৫) ধীরেণ শ‌ইকিয়া
প্ৰাক্তন আইএএস প্রধান, প্ৰাক্তন আয়ুক্ত সচিব, কৰ্মচারী বিভাগ, বিজ্ঞান ও প্ৰযুক্তিবিদ্যা বিভাগ, অসম সরকার, প্ৰাক্তন উপায়ুক্ত, কামরূপ জেলা
৬) আলী হাইদর লস্কর
প্ৰাক্তন সহকারী অধ্যাপক, পদাৰ্থবিজ্ঞান বিভাগ, গড়গাঁও কলেজ, প্ৰাক্তন অধ্যক্ষ, এস এস কলেজ, হাইলাকান্দি
৭) রাণা সাংমাই
প্ৰাক্তন সহকারী অধ্যাপক, তিনসুকিয়া কলেজ, প্ৰাক্তন সভাপতি, অসম কলেজ শিক্ষক সংস্থা
৮) আবু সাহিদ রফিক‌উদ্দিন আহমেদ
প্ৰাক্তন সহকারী অধ্যাপক, অৰ্থনীতি বিভাগ, প্ৰাক্তন উপাধ্যক্ষ, গোয়ালপাড়া কলেজ
৯) সঞ্জয় কুমার তাঁতি
বিশিষ্ট সাহিত্যিক, তেজপুর
১০) পৃথ্বিরাজ রাভা
বিশিষ্ট অভিনেতা ও শিল্পী, তেজপুর
১১) সূৰ্য্য থাওসেন
সম্পাদক, ডিমা হাছাও পোষ্ট, হাফলং
১২) হুসেইন আহমেদ লস্কর
প্ৰাক্তন এসিএস প্রধান, শিলচর
১৩) প্ৰণবজ্যোতি শইকিয়া
অধিবক্তা, গৌহাটী উচ্চ ন্যায়ালয়
১৪) প্ৰদীপ কোঁচ
বিশিষ্ট নাগরিক, ডিব্ৰুগড়

প্ৰারম্ভিক কাজের সমন্বয়ক
লুরিণজ্যোতি গগৈ
সাধারণ সম্পাদক, সদৌ অসম ছাত্ৰ সন্থা
পলাশ সাংমাই
সাধারণ সম্পাদক, অসম জাতীয়তাবাদী যুব-ছাত্ৰ পরিষদ।
: প্ৰয়োজন সাপেক্ষে সমিতি আলোচনার সদস্য/সদস্যা সংখ্যা বৃদ্ধি সম্পৰ্কত সিদ্ধান্ত গ্ৰহণ করবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.