গুয়াহাটি ডিটিও কার্যালয়ের ডিটিও সহ চার অফিসার সাসপেন্ড
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : কামরূপ মেট্রোর গুয়াহাটির ডিটিও কার্যালয়ের লাগাম ছাড়া দুর্নীতির কথা সবাই জানে। কংগ্রেস আমল থেকে চলেছে, বিজেপি রাজ্যত্বে দুর্নীতি বহুগুণ বেড়েছে। ওই অফিসের দুনীতি বাজার সবকে চমকে দেবে। এই কার্যালয়র ডি টি ও অরুণ বরা, হেড আসিটেন্ট শ্রীমন্ত নেওগ, জুনিয়র আসিটেন্ট অরুপ বর্মন, আর ক্যাশিয়ার সিধ্যেস্বর রংহাংকে সাসপেন্ড করার সাহস দেখালেন পরিবহন মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী। চার বছরে বহু দুর্নীতি হল অন্য কোনো মন্ত্রী সাহস দেখাতে পারেননি। বন বিভাগ, কৃষি বিভাগের দুর্নীতি নিয়ে সবাই চুপ বলে দলের মধ্যে অভিযোগ উঠেছে। লকডাউনের সময় পরিবহন বিভাগকে, দিসপুরকে অন্ধকারে রেখে ওই অফিসাররা লক্ষ লক্ষ টাকা তুলে সরকারকে ফাঁকি দিয়েছে বলে অভিযোগের প্রেক্ষিতে তাদের সাসপেন্ড করা হয় বলে সরকারি সূত্রে জানা গেছে।
কোন মন্তব্য নেই