Header Ads

ধেমাজির শিশুহত্যা স্মরণে সরকারের শোক দিবস পালন জনতা ভবনে


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : ২০০৪ সালে ধেমাজিতে স্বাধীনতা দিবস উদযাপনের সময় এক উগ্রপন্থী সংগঠন বোমা বিস্ফোরণের ফলে বেশ কয়েকজন কচি-কচি শিশু নিহত হয় সেই দিনটিকে সরকার সন্ত্রাসবাদী বিরোধী ও শোক দিবস হিসাবে পালন করে আসছে। আজ জনতা ভবনে, তথ্য ও জনসংযোগ কার্যালয়ে দিনটি পালন করা হয়। জনতা ভবনে সহকারী মুখ্যসচিব মনিন্দ্র সিং কর্মীদের মন্ত্র গুপ্তির শপথবাক্য পাঠ করান। তথ্য ও জন সংযোগ ডিরেক্টর অনুপম চৌধুরী বিভাগের কর্মীদের শপথবাক্য পাঠ করান। এম অঙ্গমুঠো প্রীতম শইকিয়া প্রমুখ পদস্থ অফিসাররা জনতা ভবনে উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.