Header Ads

অসমে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, মানুষ কোভিড-১৯ প্রটোকল মানছে না, আবার লকডাউন ঘোষণা করতে হবে, হুঁশিয়ারি মুখ্যসচিব কুমার সঞ্জয় কৃষ্ণর



অমল গুপ্ত, গুয়াহাটি : অসমে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে লক্ষ আক্রান্তের সংখ্যা ছুঁতে চলেছে। মৃত্যুর সংখ্যা বাড়ছে ২৮০ জন ছাড়িয়ে গেছে। শুধু বয়স্ক মানুষ নয়, ৪০, ৫০, ৫৫ বছরের মানুষও আক্রান্ত হতে দেখা যাচ্ছে। আগামী ৩১ আগস্ট থেকে আনলক থ্রী শেষ হবে। পরিস্থিতি আজও নিয়ন্ত্রণ করা যায়নি। আজ মুখ্যসচিব কুমার সঞ্জয় কৃষ্ণ এই সতর্কবার্তা শুনিয়ে বলেন, জনসাধারণ আজও সামাজিক দূরত্ব বজায় রাকছে না। মুখে মাস্ক পড়ছে না  তিনি হুঁশিয়ারি দেন পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে যারা মাস্ক পড়বে না তাদের এক হাজার টাকা জরিমানা আদায় করার জন্য। তিনি বলেন, পরিস্থিতির উন্নতি না হলে পুনরায় লকডাউন ঘোষণা করা হবে। তিনি আরও বলেন, এখন প্রতিদিন ৮ থোক ১০ জন করে মারা যাচ্ছেবরাকে প্রতি জেলাতে ৬ থেকে ৭ জন করে মারা যাচ্ছে। তিনি জানান, সেপ্টেম্বর থেকে বিদ্যালয়গুলো খুলবে না। কেন্দ্রীয় সরকার গাইড লাইন ইস্যু করেছে ১৫ সেপ্টেম্বরের পর বিদ্যালয়গুলো খুলবেতবে শিক্ষকদের সেপ্টেম্বর থেকে যেতে হবে। তার আগে বিদ্যালয়গুলো স্যানিটাইজ করা হবে। মুখ্যসচিব সঞ্জয় কৃষ্ণ বলেন, বিশ্বের মধ্যে ভারতে আক্রান্তের হার সর্বাধিক ৩৪ লক্ষ ছাড়িয়ে গেছে কোভিড প্রটোকল না মানলে অসমেও নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আবার লকডাউন ঘোষণা ছাড়া কোনো গত্যন্তর থাকবে না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.