Header Ads

"কাছাড়ের একাংশ ব্যবসায়ী, রাজদীপ রায়ের চাপের মুখে পড়ে এই নয় দিনের লকডাউন দিতে বাধ্য হয়েছে"



শিলচর, নয়া ঠাহর ঃ
           কাছাড়ের একাংশ ব্যবসায়ী এবং সাংসদ রাজদীপ রায়ের চাপের মুখে পড়ে এই নয় দিনের লকডাউন দিতে বাধ্য হয়েছিল প্রশাসন । রাজ্যের বন ও পরিবেশমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য কিংবা করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালার সঙ্গে প্রশাসন কোন ধরনের আলোচনা করেনি । কেবলমাত্র একাংশ ব্যবসায়িক স্বার্থে সাংসদ রাজদীপ রায়ের কথায় এই নয় দিনের লকডাউন এর মুখে পড়তে হয়েছে বরাক । আজ এ অভিযোগ করেন আকসার প্রাক্তন সভাপতি, প্রদীপ দত্ত রায়। তিনি বলেন যেখানে গোটা ভারতবর্ষে কোন লকডাউন নেই এমনকি অসময়ের অন্য জেলাতেও লকডাউন নেই তারপর বরাক উপত্যকার তিন জেলায় কেন লকডাউন দিতে হলো তার কিন্তু কোনো স্পষ্টীকরণ এখন পর্যন্ত প্রশাসন দিতে পারছে না । তারপরও জনসাধারণ লকডাউন মেনে নিচ্ছেন । এই লকডাউনে দরিদ্র মানুষ বা  নিম্নবিত্ত মানুষের এখন প্রাণান্ত অবস্থা । সরকারের কাছে আমি জেলাশাসক এর মাধ্যমে আবেদন রাখছি এদের যেন এই ৯ দিন রিলিফ দেওয়ার ব্যবস্থা যেন করা হয় । সেটা সরকারি মারফতি নয় বরাক উপত্যকায় থাকা রামকৃষ্ণ মিশন , ভারত সেবাশ্রম সংঘ , বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন , সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ সহ এধরনের যেসব সংগঠন রয়েছে তাদের মারফত যেন এই রিলিফ-বন্টন করা হয় । তাহলে প্রকৃত মানুষের কাছে গিয়ে রিলিফ পৌঁছাবে ।
           শিলচর মেডিকেল কলেজের চিকিৎসার দুরবস্থার কথা বলে লাভ নেই । ফেসবুকে অনেক সময় ভাল ভাল খাবারের ছবি দেখা যায় সেগুলো কিন্তু বাস্তবে মেডিকেল কলেজে দেওয়া হয় না । এসব কেন অপপ্রচার করা হচ্ছে তা আমি জানিনা । তবে আমরাও দেখবো এই লকডাউন জারি করায় করোনা আক্রান্তের সংখ্যা কত টুকু কমেছে ।যদি দেখা যায় করোনা সংক্রমনের সংখ্যা বেড়ে গেছে তাহলে কিন্তু সরকার এবং স্বাস্থ্য বিভাগকে এর জবাব দিতে হবে । লকডাউন শুরু হওয়ার আগে যে দু তিন দিন যেভাবে বাজারে ভিড় জমে ছিল তাতে করোনার সংক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে । বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন এই লক ডাউনের কিন্তু বিরোধিতা করেছিল । দল সংগঠন এবং মানুষের বিরোধিতা কে পাত্তা না দিয়ে লকডাউন জারি করা হয়েছে কেবলমাত্র একাংশ ব্যবসায়িক স্বার্থে । জনগণ কিন্তু সরকারের নির্দেশে মেনে নিচ্ছেন । তবে আগামী ১ সেপ্টেম্বর থেকে স্কুল কলেজ খোলার যে সরকার সিদ্ধান্ত নিয়েছিল সেটা তো কোন অবস্থায় কার্যকরী হবে না । আমার মনে হয় অন্ততপক্ষে ডিসেম্বর পর্যন্ত যাতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চেষ্টা যেন না করে সরকার । একটা শিক্ষাবর্ষ নষ্ট হোক সেটা বড় কথা নয় ছাত্রদের জীবনের থেকে তাদের পড়াশোনা অধিক মূল্যবান হয় । জীবনটাই হলো মূল্যবান ।আসাম আন্দোলনের সময় একটা শিক্ষাবর্ষ নষ্ট হয়েছিল এবার আরও একটা শিক্ষাবর্ষ নষ্ট হলেও তেমন কোন ক্ষতি হবে না ।


প্রদীপ দত্ত রায়
প্রতিষ্ঠাতা সভাপতি আকসা
আইনজীবী গৌহাটি হাইকোর্ট ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.