Header Ads

মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী ৯৬৩৫জন টেট শিক্ষককে নিয়োগ পত্র দিলেন


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল এবং শিক্ষামন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা আজ শংকরদেব কলাক্ষেত্রে ৯৬৩৫ হাজার টেট শিক্ষকের হাতে নিয়োগ পত্র তুলে দিয়েছেন। আগামী মার্চ-এপ্রিল মাসে ১৫ হাজার শিক্ষকের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার আশ্বাস দেন। হিমন্তবিশ্ব শর্মা দাবি করেন, তিনি যতদিন শিক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন ততদিন শিক্ষক নিয়োগ হয়েছে না থাকার সময় দুর্নীতি হয়েছে
 দাবি করেন, তার সময় দেড় লক্ষের বেশি শিক্ষক নিয়োগ হয়েছেকংগ্রেস রাজত্বে ১৯৯৩ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত নিয়োগের নামে ব্যাপক কেলেঙ্কারি হয়েছে। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল শিক্ষকদের দায়িত্বের কথা স্বরণ করিয়ে দিয়ে বলেন, শুধু পাঠ্যপুস্তক নয়, তার বাইরে গিয়ে শিক্ষকদের প্রকৃত অবিভাবক হয়ে উঠতে হবে সমাজের কথা চিন্তা করতে হবে। শিক্ষা প্রতিমন্ত্রী ভবেশ কলিতা বলেন, আগামী সেপ্টেম্বর থেকে বিদ্যালয় বসবে নাকেবল শিক্ষকরা যাবেন। কেন্দ্রীয় সরকারের গাইড লাইন অনুযায়ী ১৫ সেপ্টেম্বরের পর বিদ্যালয় খুলবে। প্রসঙ্গত, সুপ্রিমকোর্ট বলেছে, পরীক্ষা না দিয়ে যেন পাশ করানোর সিদ্ধান্ত চলবে না। ৩০ সেপ্টেম্বর থেকে বিএএমএ ক্লাস চালু করতে হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.