Header Ads

হাইলাকান্দিতে কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়ে 1973


সানি রায়, হাইলাকান্দি : হাইলাকান্দিতে গণসংক্রমণের সংখ্যা বেড়েই চলেছে। সম্প্রতি কোনো ভ্রমণ বৃত্তান্ত ছাড়াই এই গণসংক্রমণের হার গিয়ে 1973 এ পৌছলো।  স্বাস্থ্য কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রেপিড টেস্টের আওতায় এর প্রমাণ পাওয়া গেছে, ভ্রমণ বৃত্তান্ত ছাড়া 50 শতাংশের বেশি কোভিড পজিটিভ শনাক্ত হওয়ার খবর রয়েছে জিলায়। তাছাড়া, নিরাময়ে 1,527 জনকে হাসপাতাল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে সক্রিয় মামলার সংখ্যা 439 জন। এদিকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ছয়টি কোভিড-১৯ ইতিবাচক রোগীর মৃত্যু হয়েছে বলেও জানা গেছে। তাছাড়া, রাজ্যস্তরের ডেথ অডিট বোর্ড কর্তৃক এসএমসিএইচ-এ নয়টি মৃত্যুকে "নন-কোভিড" হিসেবে ঘোষণা করেছে। ইতিমধ্যে জিলা প্রশাসন রেটের আওতায় সোয়াব নমুনা সংগ্রহ তীব্র করে তুলেছে। 40-45 টি ভ্রাম্যমাণ মেডিকেল টিম জিলার বিভিন্ন জায়গায় সন্ধান করেছে।  প্রশাসন  প্রতিদিন 2 হাজার সোয়াব নমুনা সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সবমিলিয়ে ঘরে ঘরে গিয়ে রেপিড টেস্ট করার লক্ষ্যে পৌঁছল হাইলাকান্দি জিলা প্রশাসন বলে জনসংযোগ সূত্রে খবরটি প্রকাশ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.