Header Ads

প্রফুল্ল মহন্তকে আটকাতে অতুল বরার চক্রান্তে ২৬ রাত থেকে বরাকে লকডাউন অভিযোগ মহন্ত সমর্থকদের


অমল গুপ্ত, গুয়াহাটি : আগামী ২৭ আগস্ট অগপ দলের সাধারণ সভা অনুষ্ঠিত হবে গুয়াহাটিতে। সেই দিন দলের সভাপতি পদে নির্বাচন করা হবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্ত বরাক উপত্যকা সফর করে ব্যাপক সমর্থন আদায় করেছেন। বরাকের তিন জেলাতে শতাধিক ভোট আছে। সবাই গুয়াহাটি গেলে সব ভোট মহন্তর পক্ষ্যে যাবে। সভাপতি অতুল বরা হেরে যাবেন। বরাকের অগপ প্রতিনিধিদের আটকাতে আগামীকাল ২৬ আগস্ট রাত ১২ টা থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত টানা লকডাউন ঘোষণা করা হয়েছে বলে বরাকের মহন্ত সমর্থকরা জানান। ৫ ও ৬ শনি-রবিবার উইকেন্ড লকডাউন। টানা ১১ দিন লকডাউন মানতে পারছে না বরাকবাসী। মহিলা সভানেত্রী সুস্মিতা দেব অভিযোগ করেছেন, স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা হাজার দুই কোভিড হাসপাতাল করার আশ্বাস দিয়েছিলেন, তা করতে পারেননি। বরাকের সব দল সংগঠন লকডাউনের তীব্র বিরোধিতা করেছে। বুদ্ধিজীবীরা আন্দোলনের হুমকি দিয়েছেন। এই লকডাউন রাজনৈতিক সিদ্ধান্ত বলে আকসার প্রতিষ্ঠাতা প্রদীপ দত্ত রায় অভিযোগ করেছেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল পর্যন্ত হিমন্তবিশ্ব শর্মার উপর বিরক্ত। প্রধানমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন বলে এক বিবৃতিতে আইনজীবী দত্ত রায় অভিযোগ করেছেন। বরাকের অগপ সমর্থক, প্রফুল্ল মহন্তের ঘনিষ্টরা অভিযোগ করেছেন, যদি মহন্তকে হারাবার চেষ্টা করেন অতুল বরারা তবে ভবিষ্যতে বরাকে অগপকে কবরে পাঠানো হবে। লকডাউনের প্রেক্ষিতে অনেক অগপ কর্মী আজ এবং কাল সকালে গুয়াহাটি পৌঁছানোর চেষ্টা করবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.