Header Ads

করোনা সংক্রমণের মধ্যেও বিধানসভার অধিবেশন বসবে ৩১ আগস্ট


অমল গুপ্ত, গুয়াহাটি : রাজ্যে করোনা সংক্রমণ অব্যাহত আছে। রাজ্যে আক্রান্তের সংখ্যা ছুঁই ছুঁই। শুধু গুয়াহাটি মহানগরে আক্রান্তের সংখ্যা ১৪,৪৮১ জন। এপর্যন্ত মৃত্যু হয়েছে ৮৮ জনের, আগামী ৩১ আগস্টের মধ্যে আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়ে যাবে বলে স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বার বার দাবি করছেন। অথচ আগামী ৩১ আগস্ট থেকে অসমে বিধানসভার বর্যাকালীন অধিবেশন বসবে। বিধানসভার প্রধান সচিব মৃগেন্দ্র কুমার ডেকা আজ অধিবেশনের কথা জানিয়ে বলেন, আগেই অধিবেশন বসার কথা ছিল। তিনি জানান, বিজনেস এড ভাইসরি কমিটির বৈঠকে অধিবেশন ক'দিনব্যাপী হবে তা চূড়ান্ত হবে। সাংবিধানিক প্রধান রাজ্যপাল জগদীশ মুখী আজ অধিবেশন সম্পর্কে বিজ্ঞপ্তি জারি করেছেন। বিজেপি সূত্রে জানা গেছে, ৩১ আগস্টের পর ১৪ তম বিধানসভার আর একটি অধিবেশন অধিবেশন হবে। তাই ৩১ আগস্টের অধিবেশন খুবই গুরুত্বপূর্ণ। অসমের বন্যাকে জাতীয় বিপর্যয় হিসাবে ঘোষণা করার দাবিতে বিধানসভাতে সর্বসম্মত এক প্রস্তাব গ্রহণ করে সংসদে পাঠানো হবে। মুখ্যমন্ত্রী বার বার বলছেন, আগামী সংসদে কেন্দ্র বন্যাকে জাতীয় সমস্যা হিসাবে ঘোষণা করবে। তারই প্রাক প্রস্তুতি হিসাবে বিধানসভাতে সর্বসম্মত প্রস্তাব গ্রহণ করা হতে পারে। নাগরিকত্ব সংশোধনী বিল, এন আর সি প্রভৃতি নিয়ে কোনো প্রস্তাব গ্রহণের সম্ভবনা নেই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.