জিলা হাইলাকান্দিতে ফের ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৬৬, কঠোর জিলা প্রশাসন
সানি রায়, হাইলাকান্দি : বরাকের সেরা স্থান দখল করেছে গণসংক্রমণের তালিকায় হাইলাকান্দি। ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে কভিড পজিটিভ রোগীর সংখ্যা।আজ ২৪ ঘন্টায় আক্রান্ত ৬৬। ফের জিলা প্রশাসনের ৩ জন কর্মচারীর দেহে কোভিড পজিটিভ ধরা পড়ায় প্রশাসনিক কাজকর্মে এক ব্যাঘাত ঘটার সম্ভাবনা। সর্বমোট ৫৪০ এ দাঁড়িয়েছে জিলা হাইলাকান্দির কভিড আক্রান্তের সংখ্যা। জিলার স্বাস্থ্য বিভাগের পর্যাপ্ত পরিকাঠামোর অভাব তো বটেই! আরেকদিকে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এমতাবস্থায় জিলা প্রশাসনিক কর্মকর্তারা যদি গণসংক্রমণের শিকার হন তাহলে জনতার ভরোসা কে? এমন এক বিরূপ ভাবনা জনমহলে। জরুরী কালীন কভিড পজিটিভ রোগীর চিকিৎসা প্রদান করার জন্য পর্যাপ্ত পরিকাঠামো গড়ে তুলতে বিভাগীয় মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ খুবই জরুরি। আরেকদিকে গণ সংক্রমণের প্রতিরোধে
জিলা প্রশাসন আরো ও কঠোরতা অবলম্বন ছাড়া বিকল্প উপায় নেই, এরই লক্ষে আগামী কাল থেকে সাপ্তাহিক বাজার সম্পূর্ণ রুপে বন্ধ, সাধারণ বাজার-হাট সকাল ৭ টা থেকে বিকাল ৫টা অবধি খোলা রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। মোট কথা ৪/৫ জনের অধিক জমায়েত নজরে পড়লেই আইনত ব্যবস্থা নিতে প্রস্তুত প্রশাসন। গণসংক্রমণের মাত্রা লক্ষ্য করে যারা আজ ও অবুঝ অসচেতনতার ঘেরাটোপে বন্দী হয়ে নিয়মনীতি কে আজগবি বানিয়ে অবাধ চলাফেরার পরিণাম সম্মুখে। এতোদিন বহিঃ দেশ তথা চিনের হুয়ান শহরের খবর নিতে ব্যস্থ থাকা বরাকের জনগণ এবার নিজ ঘরের খবর সংবাদের শিরোনাম দখল করার সময় সন্নিকটে বলে বুদ্ধিজীবী মহলের ধারণা।তাই এখন থেকে কঠোর সতর্কতা অবলম্বন করতে হবে সাধারণ জনগণের।
জিলা প্রশাসন আরো ও কঠোরতা অবলম্বন ছাড়া বিকল্প উপায় নেই, এরই লক্ষে আগামী কাল থেকে সাপ্তাহিক বাজার সম্পূর্ণ রুপে বন্ধ, সাধারণ বাজার-হাট সকাল ৭ টা থেকে বিকাল ৫টা অবধি খোলা রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। মোট কথা ৪/৫ জনের অধিক জমায়েত নজরে পড়লেই আইনত ব্যবস্থা নিতে প্রস্তুত প্রশাসন। গণসংক্রমণের মাত্রা লক্ষ্য করে যারা আজ ও অবুঝ অসচেতনতার ঘেরাটোপে বন্দী হয়ে নিয়মনীতি কে আজগবি বানিয়ে অবাধ চলাফেরার পরিণাম সম্মুখে। এতোদিন বহিঃ দেশ তথা চিনের হুয়ান শহরের খবর নিতে ব্যস্থ থাকা বরাকের জনগণ এবার নিজ ঘরের খবর সংবাদের শিরোনাম দখল করার সময় সন্নিকটে বলে বুদ্ধিজীবী মহলের ধারণা।তাই এখন থেকে কঠোর সতর্কতা অবলম্বন করতে হবে সাধারণ জনগণের।
কোন মন্তব্য নেই