একাধিকবার করোনার সর্বোচ্চ সংক্রমণ হবে ভারতে !!
বিশ্বদেব চট্টোপাধ্যায়
একবার নয়। ভারতে করোনার সর্বোচ্চ সংক্রমণ হতে চলেছে বেশ কয়েকবার। তিন সপ্তাহের মধ্যে বিশ্বের সর্বাধিক আক্রান্তের সংখ্যার তালিকার ষষ্ঠ থেকে তিন নম্বর স্থানে চলে এসেছে ভারত। পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সমীক্ষা বলছে, লকডাউন সত্ত্বেও ভারতে যেভাবে আক্রান্তের সংখ্যা হু হু করে বেড়েছে, তা চিন্তার।
একটানা বেড়ে চলেছে করোনা রোগীর সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন একাধিক সর্বোচ্চ সংক্রমণ দেখতে চলেছে ভারত। ফলে সতর্ক থাকতে হবে সাধারণ মানুষকে। এদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৬৩৭ জন। নতুন করে মৃত্যু হয়েছে ৫৫১ জনের। মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৪৯ হাজার ৫৫৩ জন। মৃত্যু হয়েছে ২২ হাজার ৬৭৪ জনের।
ভারতে আপাতত দিনে আড়াই লাখ করোনা পরীক্ষা হলেও, বিশেষজ্ঞরা বলছেন জনসংখ্যার নিরিখে তা যথেষ্ট নয়। তিন সপ্তাহে করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে। গ্লোবাল হেলথ রিসার্চার অনন্ত ভান জানান যেটা আশঙ্কার, তা হল ভারত এখনো তার সর্বোচ্চ সংক্রমণ দেখেনি। সেই দিন আসতে চলেছে।
কোন মন্তব্য নেই