অঞ্জন দত্ত র স্মৃতি বাঁচিয়ে রাখার প্রয়াস
নয়া ঠাহর ওয়েব ডেস্ক, ৩ জুলাইঃ
প্রাক্তন মন্ত্রী অঞ্জন দত্ত, জীবনের কাজ অপূর্ণ রেখে চলে গেছেন। পত্নী অনন্যা ও তার তিন কন্যা জনদরদী কংগ্রেস নেতা অঞ্জন দত্তর অপূর্ণ কাজ পূর্ন করার প্রয়াস চালাচ্ছেন। অঞ্জন দত্ত ছাত্র ছাত্রীদের কল্যাণে বহু কাজ করেছেন। তার অকাল মৃত্যুর পর মেয়েরা শিবদাগর জেলা,, আমগুড়ি অঞ্চলে র কৃতি মেধাবী ,গরিব ছাত্র ছাত্রীদের বৃত্তি দেওয়ার ব্যবস্থা করেছেন। এবারও এই ব্যবস্থা করা হয়েছে। অঞ্জন দত্ত ফাউন্ডেশন এর তরফে ট্রাস্টি অর্পিতা দত্ত এই কাজ সুচারুভাবে সম্পন্ন করার জন্যে পরামর্শ চেয়েছেন।
কোন মন্তব্য নেই