Header Ads

চলে গেলেন বলিউডের খ্যাতনামা কোরিওগ্রাফার সরোজ খান

 নয়া ঠাহর ওয়েব ডেস্ক, ৩ জুলাইঃ 

দিনকয়েক আগে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে বান্দ্রার গুরু নানক হাসপাতালে ভর্তি হয়েছিলেন খ্যাতনামা কোরিওগ্রাফার সরোজ খান। শ্বাসকষ্টের সমস্যা থাকায় তাঁর কোভিট-১৯ টেস্ট করা হয়েছিল । সেই টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছিল । কিন্তু বৃহস্পতিবার রাত দুটো নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এই কিংবদন্তি কোরিওগ্রাফারের।


ছবি, সৌঃ ইন্টারনেট


দু'হাজারের বেশি গানে কোরিওগ্রাফি করেছিলেন । তিনবার পেয়েছেন জাতীয় পুরস্কার । গত বছরও করণ জোহরের ছবি কলংক-তে সরোজ খানের কোরিওগ্রাফিতে শেষ নাচটি নেচে আসমুদ্রহিমাচল কাঁপিয়ে দিয়েছিলেন মাধুরী দিক্ষিত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১। তাঁর পরিবারে রয়েছেন স্বামী, পুত্র ও দুই কন্যা ।





আগামী দুই একদিনের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা ছিল সরোজ খানের, কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.