মেঘালয় হয়ে গুয়াহাটি যাতায়াত ব্যবস্থা নিয়ে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কর্ণাড সাংমার সঙ্গে কথা বলেন সর্বানন্দ সনোয়াল
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল বরাক উপত্যকার মানুষদের মেঘালয় হয়ে গুয়াহাটি আসতে যাতে অসুবিধা না হয় তার জন্য আজ মেঘালয়ের মুখ্যমন্ত্রী কর্ণাড সাংমার সঙ্গে কথা বলেন। আমাদের মুখ্যমন্ত্রী বলেন, মালপত্র নিয়ে আসতে, বাসে গুয়াহাটি আসতে নানা অসুবিধার সম্মুখীন হতে হয়। সে ব্যপারে তিনি মেঘালয়ের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন। মুখ্যমন্ত্রী কর্ণাড সাংমা সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন।









কোন মন্তব্য নেই