Header Ads

করোনা মুক্ত হলেন পশ্চিমবঙ্গের হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়

নয়া ঠাহর ওয়েব ডেস্ক, ৮ জুলাইঃ সুস্থ হয়ে ঘরে ফিরলেন পশ্চিমবঙ্গের হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। অতিমারি করোনায় আক্ৰান্ত হয়েছিলেন তিনি। বুধবার দুপুরে হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। এক বেসরকারী হাসপাতালে ভৰ্তি ছিলেন তিনি। তবে হাসপাতাল থেকে ছাড়া পেলেও আগামী ১০ দিন তাঁকে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। কোভিড-১৯ উপসৰ্গ দেখা দিলেও অযথা আতঙ্কিত না হয়ে ডাক্তারের কাছে যাওয়ার পরামৰ্শ দিলেন করোনাজয়ী বিজেপি নেত্ৰী। তাঁর খোঁজ খবর নিতে প্ৰধানমন্ত্ৰীর দফতর থেকে তাঁর কাছে ফোন আসে।  
ছবি, সৌঃ ইন্টারনেট
 বেশ কয়েকদিন ধরেই জ্বর ও সৰ্দি কাশিতে ভুগছিলেন তিনি। করোনা আক্ৰান্ত হওয়ার সন্দেহে নিজে থেকেই গৃহবন্দী ছিলেন তিনি। পাশাপাশি সোয়াব নমুনাও কোভিড টেস্টের জন্য পাঠিয়েছিলেন। গত শুক্ৰবার সেই রিপোৰ্টেই জানা যায় তিনি করোনা আক্ৰান্ত। সেদিনই দুপুরে তিনি নিজের টুইটার হ্যান্ডেলে জানিয়েছিলেন তাঁর করোনা আক্ৰান্তের খবর।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.