Header Ads

গুয়াহাটি মহানগরে কারফিউ ভঙ্গ করে পুলিশ অফিসাররা বহ্মপুত্র নদে জাহাজে নৈশ পার্টিতে সামিল, মুখ্যমন্ত্রী তা


অমল গুপ্ত, গুয়াহাটি : করোনা সংক্রমণের ফলে গুয়াহাটি মহানগরী হটস্পটে পরিণত হয়েছে। ডিব্রুগড়, তিনসুকিয়া,  শিবসাগর, নলবাড়ী সহ‌ মোট ১১ টি জেলা কর্তৃপক্ষ গুয়াহাটি সফরের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। শুধু গুয়াহাটিতে ৪৮ ঘন্টায় ১২০০ জন আক্রান্ত হয়েছে। আজ আবার ৫ জনের মৃত্যু  হয়েছে। তার মধ্যে তিনজন গুয়াহাটির বাসিন্দা। রাজ্যে আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়ে গেছে। এই ভয়াবহ জটিল পরিস্থিতিতে মানুষ আতঙ্কগ্রস্থ হয়ে ঘরবন্দি। সন্ধ্যা হলেই পথ-ঘাট সুনসান,কারফিউয়ের কড়া নিরাপত্তার চাদরে গুয়াহাটির মোড়া। সেই সুনসান অন্ধকারের মাঝে ব্রহ্মপুত্র নদে জাহাজে আলোর রোশনাই,  বিরাট খানা-পিনার আসর। যারা নিয়ম শৃঙ্খলাতে বাঁধা, মানুষের জীবন জীবিকার নিরাপত্তা সুনিশ্চিত করে সেই পুলিশের একাংশ নৈশ পার্টিতে সামিল হয়ে ছিলেন। গৃহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল এই ঘটনা চেপে যেতে পারতেন। কিন্তু তার সৎভাবমূর্তিকে অক্ষুন্ন রাখতে মুখ্যমন্ত্রী কড়া পদক্ষেপ গ্রহণ করেন। একজন ডেপুটি কমিশনার পর্যায়ের পুলিশ অফিসার সহ, ৪ জন, সহকারী পুলিশ কমিশনার, দুজন ওসি, ৪ জন পুলিশ ইন্সপেক্টর, ২ জন অ্যাসিস্টেন্ট পুলিশ ইন্সপেক্টর সহ কয়েকজন পুলিশ কর্মীকে তাৎক্ষণিকভাবে মুখ্যমন্ত্রী বদলির নির্দেশ দিয়ে ভাল নজির সৃষ্টি করলেন। লকডাউন বিধি এবং  কারফিউ আইন ভঙ্গ করার জন্যে পুলিশ অফিসারদের বিরুদ্ধে অনুশাসনমূলক ব্যবস্থা  গ্রহণ করা হয়। গতকাল রাতে পুলিশ অফিসারদের নৈশ পার্টি চলার সময় জনতা ভবনে রাত ৯টা নাগাদ আগুন লাগে, মুখ্যসচিব  কুমার সঞ্জয় কৃষ্ণ আজ ঘটনাস্থল পরিদর্শন করে একাংশ কর্মচারীর গাফিলতিকে দায়ী করেন। মুখ্যমন্ত্রী আজ এই ঘটনার তদন্ত কমিটি ঘোষণা করেন। জিএডি-র সচিব গুরু দত্ত লস্করকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.