Header Ads

শিলঙের লাউসোথুন এলাকায় ৫ বাস্কেটবল খেলোয়াড়ের উপর হামলার নিন্দা মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমার

নয়া ঠাহর ওয়েব ডেস্ক -- ৪জুলাই  
শিলঙের লাউসোথুন এলাকায় শুক্রবার ৯ জন বাস্কেটবল খেলতে গিয়েছিলেন। সেখানে হঠাৎই ২০  জনের মতো মুখোশধারী হাজির হয়ে ৯ জনের উপর রড , লাঠি ও বাঁশ নিয়ে হামলা চালায়। যার জেরে আহত হন ৫ জন বাস্কেটবল খেলোয়াড় । আহতদের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল চিকিৎসার জন্য এবং চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় । এই ঘটনার পর শোরগোল পড়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে । ঘটনার সমালোচনায় মুখর হন অনেকেই ।

শনিবার মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা টুইট করে লেখেন , শিলঙের লাউসোথুন এলাকায় গতকাল পাঁচ জনের উপর আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছি । রাজ্যের কোনও নাগরিকের উপর আক্রমণ সহ্য করা হবে না । এই জাতীয় জঘন্য অপরাধে অপরাধীদের বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.