Header Ads

প্রজেক্সেল ফাউন্ডেশনের দশ দিবসীয় যোগ উৎসব সম্পন্ন

নয়া ঠাহর প্রতিবেদন।

যোগচর্চা শরীর ও মনকে সুস্থ রাখে, আর সুস্থ শরীর গঠনের মূল চাবিকাঠি যোগ ব্যায়াম। অর্থাৎ শরীর সুস্থ থাকলে মনও সুস্থ থাকে। মানে গোটা দিনই সুস্থ, এমনটাই বলেন মনোবিদেরা। বিশ্ব যোগ দিবসে যোগের প্রতি আকর্ষণ বাড়াতে  প্রজেক্সেল  ফাউন্ডেশন দশ দিনের যোগ উৎসবের আয়োজন করে। বর্তমান সময়ে কোভিড ১৯ মহামারীর পরিপ্রেক্ষিতে এবারের আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের মাধ্যমে  সুস্থ-সবল  দেহ ও মানসিক চাপ কমাতে  যোগ চর্চার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। বিশ্বজুড়ে নতুন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের অঙ্গ হিসেবে  বাড়িতে থেকেই  যোগ চর্চার ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে।  প্রজেক্সসেল ফাউন্ডেশন ও ডিজিটাল প্লাটফর্মে এই অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সীমা  পুরকায়স্থ রায় ।ভারতের বিভিন্ন প্রান্তের অনেক বিশিষ্ট ব্যক্তিরা এই যোগ উৎসবে অংশগ্রহণ করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.