Header Ads

ধর্মীয় বৈষম্য ভুলে মানবতার নিদর্শন গড়লেন হাইলাকান্দিবাসী

সানি রায়, হাইলাকান্দি : কোভিড-১৯ ভাইরাস ভেদাভেদ ভুলিয়ে মানবতার এক নিদর্শন তৈরি করে দিয়েছে হাইলাকান্দিতে। মহামারী করোনার আতঙ্কের মধ্যেও ঐক্যতার তথা সম্প্রীতির উজ্জ্বল নজির গড়লেন হাইলাকান্দিবাসী।  জানা যায়, শহরের ১ নং ওয়ার্ডের বাসিন্দা অজয় দাশ(৭০) শুক্রবার আনুমানিক সকাল ১০ টায় নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  করোনা আতঙ্কে এলাকাবাসী কেউই এগিয়ে 

আসতে রাজি হননি দেখে, এলাকার পার্শ্ববর্তী কয়েকজন মুসলমান যুবক ছুটে এসে নিজেরাই বাঁশের দুলা বানিয়ে কাঁধে করে শ্মশানে নিয়ে যান। তাদের সাহসিকতা ও মানবিকতা দেখে শেষে এলাকার দুএকজন হিন্দূ যুবক ও সামিল হন শেষকৃত্য সম্পন্ন করতে। তবে জানা গেছে হিন্দু সম্প্রদায়ের বিধিমতোই হাইলাকান্দির কলেজ রোড শ্মশানঘাটে শেষকৃত্য সম্পন্ন করা হয় অজয় দাশের। এটাই হলো হাইলাকান্দি জিলার হিন্দু-মুসলমানের সম্প্রীতির মেলবন্ধন। বিশ্বজুড়ে এই সংকটময় পরিস্থিতিতে প্রতিটি মানুষের মধ্যে এই ঐক্যতা, শান্তি ও সম্প্রীতির বন্ধন অটুট থাকুক এমনটাই দাবি করছেন সমাজের প্রতিটি স্তরের মানুষ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.