Header Ads

শুধু মূমূর্ষ রোগীদেরকেই যেন ভর্তি করা হয়: বেঙ্গালুরু হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ


নন্দনা দে চৌধুরী, বেঙ্গালুরু : সমস্ত প্রাইভেট ও সরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে সরকারের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যেন শুধুমাত্র তীব্র, মাঝারি লক্ষণ থাকা তথা মূমূর্ষ রোগীদেরকেই হাসপাতালে ভর্তি করা হয়। হালকা বা অল্প কোভিডের লক্ষণ থাকা ব্যক্তিদের কোভিড-১৯ কেয়ার সেন্টারে অথবা নিজের ঘরে 'হোম কোয়ারেন্টিনে থাকার আগ্ৰহ জানিয়েছে সরকার। এই সপ্তাহের রিপোর্ট অনুযায়ী মোট ২,২০৮ টি নতুন কেসের বিষয়ে জানা গেছে। তাছাড়া কয়েকদিন আগে ২,৩৪৪ টি নতুন কেসের বিষয়েও খবর পাওয়া গেছে। শনিবার বেঙ্গালুরু সরকারের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে বলা হয়েছে "যেসব করোনা রোগীর মাঝারি বা তীব্র লক্ষণ রয়েছে, তারা অনেকসময় হাসপাতালে ভর্তি হতে পারছেন না। এমন অবস্থায় মাঝারি বা তীব্র লক্ষণ থাকা রোগীদের হাসপাতালে ভর্তি করা উচিত নির্ণয় হবে। সরকারি ও বেসরকারি দুই হাসপাতালকেই বলা হচ্ছে, তারা যেন লক্ষণ থাকা বা মৃদু লক্ষণ থাকা ব্যক্তিদের কোভিড কেয়ার সেন্টার বা হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন। করোনা কেসের সংখ্যা ক্রমে বেড়েই চলেছে,এইমাসে সর্বমোট সংক্রমণের সংখ্যা ২৫,০০০ পেরিয়ে গেছে। বেঙ্গালুরুর গ্ৰাম, শহর ও জিলা নির্বিশেষে লকডাউন দেওয়া হয়েছে আগামী ১৪ জুলাই পর্যন্ত।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.