Header Ads

প্রধানমন্ত্রী আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে টেলিফোনে বন্যা ও করোনা উদ্ভূত পরিস্থিতির খবর নেন


অমল গুপ্ত, গুয়াহাটি : আজ আবার প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের সঙ্গে কথা বলে বন্যা উদ্ভূত পরিস্থিতির এবং করোনা সংক্রমণ নিয়ে মত বিনিময় করে সব ধরনের সাহায‍্যের আশ্বাস দেন। মুখ্যমন্ত্রী বন্যা সম্পর্কে ও কোভিড-১৯ সংক্রমণ সম্পর্কে কি ব‍্যবস্থা গ্রহণ করেছে তা বুঝিয়ে বলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই টেলিফোনিক বার্তায় রাজ্যের বন্যা, ধস্ ও করোনা উদ্ভূত পরিস্থিতিতে অসমে সরকারের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বর্তমান বন্যার ফলে হাজার হাজার বিঘা ফসলের জমি ডুবে গেছে, আবাস গৃহ ডুবে গেছে। হাজার হাজার দুর্গত মানুষ ত্রাণ শিবিরে আছেন। জেলার ডেপুটি কমিশনারদের বন‍্যায় পীড়িতদের সাহায্য দেবার নির্দেশের কথাও প্রধানমন্ত্রীকে অবগত করান। করোনা সংক্রমণে সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক পড়া সুনিশ্চিত করার কথাও প্রধানমন্ত্রীকে জানান। মুখ্যমন্ত্রী জানান, এখন কোভিড টেস্ট বেশি করা হচ্ছে। ফলে রোগীর সংখ্যা বাড়ছে, তা মোকাবিলা করার জন্য স্বাস্থ্য বিভাগ তৈরি হয়ে আছে। গুয়াহাটি কারাগারের সংক্রমণের কথাও জানান। বাঘজানের তেল কূপের খবরও প্রধানমন্ত্রী নেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.