Header Ads

এবার মার্কিন যুক্তরাষ্ট্রেও নিষিদ্ধ হচ্ছে টিকটক সহ চিনা অ্যাপস !!

বিশ্বদেব চট্টোপাধ্যায়

চিন-ভারত সীমান্ত বিরোধের জেরে ভারত সরকার চিনের তৈরি টিকটক সহ জনপ্রিয় ৫৯ অ্যাপস নিষিদ্ধ করেছে। এবার চিনের বাণিজ্য যুদ্ধের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রও সে পথে হাটবে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্টের পররাষ্ট্রমন্ত্রী মাইক পাম্পেও।

ফক্স নিউজে কথা বলতে গিয়ে পাম্পেও বলেন টিকটক নিয়ে দেশটির সরকার গুরুত্ব দিয়ে ভাবছে। এর আগে এক কূটনীতিক বলেছিলেন কেউ যদি তাদের ব্যক্তিগত তথ্য চিন সরকারের হাতে দিতে চায় তাহলে তারা যেন টিকটক ডাউনলোড করে। ভারত সরকারের পক্ষ থেকেও গ্রাহকের তথ্য চিনের কাছে পৌঁছে দেওয়ার অভিযোগ করে নিরাপত্তার স্বার্থে অ্যাপসটি নিষিদ্ধ করা হয়।
তবে টিকটকের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় প্রতিষ্ঠানটিতে প্রধান নির্বাহীসহ গুরুত্বপূর্ণ পদে আমেরিকানরা দায়িত্ব পালন করছেন। চিনা সরকারকে কোন তথ্য প্রদান করার কোন ইচ্ছা টিকটকের নেই। কখনো তারা কোন তথ্য প্রদন করেনি বলেও দাবি করেন।
নিরাপত্তা ও বাণিজ্যসহ বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে চিনের সাথে যুক্তরাষ্ট্রের উত্তেজনাকর একটি পরিস্থিতির মধ্যেই পাম্পেও এমন একটি ঘোষণা করলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.