Header Ads

কাজিরাঙাতে ২৬৩ টি এবছর ১১৬ টি প্রাণী বন্যার জলে ডুবে মারা গেছে : বন মন্ত্রী পরিমল শুক্ল বৈদ্য


অমল গুপ্ত, গুয়াহাটি : কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের বহু এলাকা আজও প্লাবিত। এপর্যন্ত শতাধিক বন্য প্রাণী জলে ডুবে মারা গেছে। তার মধ্যে অসমের অন্যতম সম্পদ, গৌরব এক  খড়্গ বিশিষ্ট গন্ডার ১২ টি মারা গেছে। ১৬ টি হরিণ গাড়ি চাপা পড়ে মারা গেছে। বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য আজ এক টি ভি চ্যানেলকে জানান, তৃতীয় দফা বন্যায় ১১৬ টি প্রাণী মারা গেছে। গত বছর ২৬৩ টি প্রাণী মারা গিয়েছিল। তিনি জানান, ৩৩টি হাই ল্যান্ড জলমগ্ন জীব জন্তুরা আশ্রয় নিয়েছে। নিরাপত্তা রক্ষীরা রাত দিন পাহারা দিচ্ছে। কয়েকদিন আগে এক বাঘ একজনের বাড়িতে ঢুকে পড়েছিল,
পরের দিন উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। বলেন, জাতীয় সড়কে যান বাহনের গতি বেঁধে দেবার জন্যে টাইম কার্ডের বাবস্থা করা হয়েছে। রাজ্যে ২৮ টি জেলার ৭৬ টি রাজস্ব সার্কেলের প্রায় ৪ হাজার গ্রামের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ১০ লক্ষ গবাদি পশুর প্রাণ গেছে। ৩৯৬ টি ত্রাণ শিবির স্থাপন করা হয়েছে। প্রায় ২৭ লক্ষ মানুষ বন্যায় সরাসরি ক্ষতিগ্রস্থ হয়েছে। শুধু কাজিরাঙা নয়, পবিতরা, ওরাং, লাওখোয়া, ডিব্রুসাইখোয়া অভয়ারণ্য প্লাবিত হয়েছে। মুখ্যমন্ত্রী সর্বানন্দ আজ দরং, কামরূপ গ্রামীণ জেলার বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.