Header Ads

রাঙ্গামাটি এলাকার পিডব্লিউডি গেস্ট হাউস দখলমুক্ত করার জন্য লিখিত অভিযোগ জনসাধারণের


অনুপম পাল, বালিপিপলা : সম্প্রতি বালিপিপলার রাঙ্গামাটি এলাকার পিডব্লিউডি (PWD) গেস্ট  হাউসটি দখল করার অভিযোগে এলাকার শিবু নাথ নামের এক ব্যক্তির বিরুদ্ধে পাথারকান্দির সহকারী পিডব্লিউডি ইঞ্জিনিয়ারের কাছে  নিজেদের স্বাক্ষরিত তথা লিখিত অভিযোগ জানান এলাকার জনসাধারণ।  তাদের অভিযোগ, শিবু নাথ উক্ত গেস্ট হাউসের সামনের গেইট  বন্ধ করে, পিছনের গেইট  খুলে অন্য লোকদের ঘরটি ভাড়া হিসেবে দেন এবং গেস্ট হাউসের সামনের দিকে রাস্তার পাশেও  ঘর তৈরি করে একজন মাছ-মাংস  ব্যবসায়ীকে ভাড়া হিসেবে দেন। তাছাড়া, প্রায় দুই বছর আগে এলাকার জনগণ এই (PWD) গেস্ট হাউসের পাশে একটি শনিমন্দির নির্মাণ করে প্রত্যহ মন্দিরে পূজা অর্চনা করে আসছেন। কিন্তু উক্ত ভাড়াটে লোকেরা এই মন্দিরের সামনে মাছ-মাংসের নোংরা আবর্জনা ফেলে মন্দিরের স্বচ্ছতা নষ্ট করছেন বলেও অভিযোগ করেন স্থানীয় এলাকাবাসী। শুধু তাই নয়, এনিয়ে এলাকার জনসাধারণ আপত্তি জানালে উনারা উল্টো তাদেরকে অপমান ও অসম্মান করেন বলেও অভিযোগ করেন তারা। তাই নিরুপায় হয়ে এলাকার জনসাধারণ পাথারকান্দির পিডব্লিউডি (PWD) এর সহকারী ইঞ্জিনিয়ারের কাছে এনাদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নিতে নিজেদের স্বাক্ষরিত আবেদন জানান। তৎসঙ্গে এই আবেদন পত্রটির দুটো কপি পাথারকান্দির সার্কল অফিসার ও জিপি সভাপতির কাছেও প্রেরণ করেন রাঙ্গামাটি এলাকার জনসাধারণ। এছাড়া, উক্ত আবেদন পত্রটিতে রানু মালাকার, শান্তনু দেব, অনাথ মালাকার, রুপা দেবরায় সহ আরও ২৬ জন ব্যক্তি স্বাক্ষর করেছেন বলে বিশেষ সূত্রে খবরটি প্রকাশ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.