Header Ads

শিলচর দূরদর্শন কেন্দ্রের অনুষ্ঠান প্রোডাকশন আজ থেকে বন্ধ


নয়া ঠাহর প্রতিবেদন, শিলচর : শিলচর দূরদর্শন কেন্দ্রের অনুষ্ঠান প্রোডাকশন আজ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে । প্রসার ভারতীর অধীনে থাকা নতুন দিল্লির দূরদর্শন ডিরেক্টর জেনারেলের কার্যালয় থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে যে, এখন থেকে এই কেন্দ্রগুলো শুধুমাত্র সংশ্লিষ্ট রাজ্যের রাজধানীতে থাকা দূরদর্শন কেন্দ্রগুলির অনুষ্ঠান সম্প্রচার করবে অর্থাৎ এখন থেকে শিলচর দূরদর্শন কেন্দ্রের নিজস্ব অনুষ্ঠান সম্প্রচার করার ক্ষমতা আর থাকছে না।
দীর্ঘদিন বরাক উপত্যকার বাঙ্গালীদের যে কৃষ্টি ও সংস্কৃতি শিলচর দূরদর্শন কেন্দ্রের মাধ্যমে প্রতিফলিত হতো তা এই নতুন নির্দেশে বন্ধ হয়ে গেল এখন বরাকের অনুষ্ঠান গুলোর জন্য গোহাটি রিজিওনাল কেন্দ্রের ওপরই নির্ভর করতে হবে শিলচর দূরদর্শন কেন্দ্রের  স্টুডিও বা আউটডোর প্রোডাকশন এর ফলে পুরোপুরি বন্ধ থাকবে । খুব স্বাভাবিক ভাবেই উপত্যকা বাসীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.