Header Ads

শিলচর এন,আই, টির বিশাল জমি অবৈধ দখলকারীদের দখলে।


নয়া ঠাহর প্রতিবেদন, শিলচর: প্রায় ১৫০ থেকে ২০০ বিঘা শিলচর এন,আই,টির জমি অবৈধ দখলকারীদের দখলে রয়েছে বলে বিশ্বস্ত সুত্রে জানাগেছে। এন,আই,টির জমি জবরদখল করে বিক্রি করা হচ্ছে বিভিন্ন জনের কাছে। আর, এতে মদত রয়েছে সেটেলমেন্ট অফিসের কিছু দুর্নীতিবাজ কর্মচারীদের। জমি জবরদখল করে পঞ্জিয়ন করা হচ্ছে এবং কেউ এতে ফিসারী করছেন তো কেউ ঘর বানিয়ে জমি নিজের দখলে নিয়ে মোটা মুনাফায় বিক্রি করে কোটিপতি হয়েছেন। এন,আই,টি এলাকায় একটি শক্তিশালী ভূমাফিয়া চক্র গড়ে উঠেছে । এদের আঙ্গুলি হেলনেই চলছে এন,আই,টির জমি জবরদখলের কারবার। কিছুদিন পূর্বে এসিষ্টেন্ট সেটেলমেন্ট অফিসার এর দেওয়া একটি চিঠি থেকে এটা পরিষ্কার যে এন,আই,টির জমি অবৈধভাবে দখল করে বিক্রি করা হচ্ছে এবং রাতারাতি ঘর বানিয়ে গাছপালা লাগিয়ে আইনি জটিলতায় জড়িয়ে  অবৈধ দখলকে বৈধ করার চেষ্টা চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একটি সুত্রে জানা গেছে য়ে এন,আই,টির কয়েক বিঘা জমি জবরদখল করে প্রকাণ্ড প্রকাণ্ড ফিসারী বানিয়ে লাখ লাখ টাকার কারবার হচ্ছে। এন,আই,টি কর্তৃপক্ষ অনেক দিন ধরে স্থানীয় প্রশাসন তথা সেটেলমেন্ট কার্য্যালয়ে এন,আই,টির জমি চিহ্নিত করার জন্য অনুরোধ জানিয়ে বিফল হয়েছেন। স্থানীয় জমি মাফিয়াদের প্রভাবে আজ অবধি এন,আই,টির জমি চিহ্নিত করে দেওয়া হয়নি বলে স্থানীয় সচেতন মহলের ধারণা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.