Header Ads

মাইনোরিটি স্কলারশিপের ভুয়ো তালিকা : প্রতিবাদ জুম মৌজা কর্তৃপক্ষের

অনিন্দ্য ভট্টাচার্য, বদরপু্র : কয়েকদিন বিরতি দিয়ে ফের একবার মাইনোরিটি স্কলারশিপ কেলেঙ্কারি সামনে এল। এবার বদরপু্র জুম মৌজা হাইস্কুলে। 2017-18'র স্কলারশিপ প্রাপকদের যে তালিকা সম্প্রতি প্রকাশ হয়েছে তাতে জুম মৌজা হাইস্কুলের 110 জন সংখ্যালঘু ছাত্র ছাত্রীর নাম উঠেছে। কিন্তু বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি রাজেশ দেব এই তালিকাটি সম্পূর্ণ ভুয়ো বলে মন্তব্য করেন। যে তালিকা প্রকাশ হয়েছে তা 2017-18'র। অথচ এই স্কুলের মাইনোরিটি স্কলারশিপের রেজিস্ট্রেশন 2019'র নভেম্বর মাসের। ফলে 17-18''র প্রাপকদের তালিকা পাঠানোর প্রশ্নই উঠেনা। এছাড়া তালিকার একজন ছাত্রও এই স্কুলের নয়। এভাবে ভুয়ো তালিকা তৈরি করে একটি চক্র লক্ষ লক্ষ টাকা হাপিস করছে। তিনি এ বিষয়ে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি করেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.